তবে এদের সবার থেকে যেন আরও কয়েক ধাপ এগিয়ে রয়েছেন সইফ পুত্র ইব্রাহিম ৷ তিনি নাচ,গান বা রান্না করলেন না, বরং খুঁজলেন বউ !
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ সম্প্রতি ইব্রাহিম তাঁর ইনস্টাগ্রামে একটি টিকটক ভিডিও আপলোড করেছেন ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে বউ খোঁজা নিয়ে অভিনয় করতে ৷ ইব্রাহিমের এই টিকটক ভিডিও দেখে নেটিজেনরা দারুণ হ্যাপি৷ ইব্রাহিম যে বলিউডের ছবিতে অভিনয় করার জন্য একেবারে তৈরি, তার ঝলক রয়েছে তাঁর এই টিকটক ভিডিওতেই৷
advertisement
Location :
First Published :
April 19, 2020 11:33 AM IST