জানা যায়, এই ছবিটি বাস্তব ঘটনার উপর তৈরি হয়েছে! সুজিতের এক কাছের বন্ধু অর্জুনের জীবন সত্যিই এমন ছিল! ছবিতেও দেখা যায় অর্জুনের ও স্ত্রীয়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়! তবে শুধু মাত্র মেয়েকে বড় করার জন্য সামান্যতম যোগাযোগ ছিল! অর্জুন মারণ রোগ ক্যানসারে আক্রান্ত! তাঁর শরীরে ২০টি অপারেশন হয়! এবং এই শরীর খারাপের জন্য সে একে একে সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে থাকে! ক্যানসার তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে! এমনকি গলাতেও ছড়িয়ে যায়! এক সময় অর্জুন কথা বলার মতো অবস্থাতেও থাকে না! এই অসুখের সঙ্গে লড়াই সেই সঙ্গে বাবা মেয়ের মধ্যে বাড়তে থাকে দূরত্ব!
advertisement
আরও পড়ুন: ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসকে দূর করে মুলো শাক! মুলো খাবেন নাকি শাক খাবেন! জানুন
ছোট থেকেই মেয়েটি দেখছে তার বাবা অসুস্থ! যা নিয়ে অনেক সময় হাসির পাত্র হতে হয়েছে! কিন্তু অর্জুন যখন জানতে পারে তাঁর দিন আর বেশি নেই! তখন সে প্রতিটি দিন নতুন করে বাঁচতে শুরু করে! বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নতুন মোড় নেয়! তবে ছবির গল্প বলে দিলে আর দেখার মজা কই! ছবিতে থাকবে নতুন ট্যুইস্টও! অসুখ, মৃত্যু, সম্পর্ক সেই সঙ্গে মজা-কে এক সুতোয় গাঁথতে চেয়েছেন সুজিত সরকার! ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর আলাদা করে নজর কাড়বে! তবে এই ছবি দেখার পর মনে হবে অভিষেক বচ্চন ঠিক কত বড় মাপের অভিনেতা! অভিনয় দিয়ে মুগ্ধ করে রাখবেন অভিষেক! ছবিটি সুজিত সরকারের সেরা ছবি হয়ত নয়, কিন্তু অভিষেক বচ্চন তাঁর সেরাটা দিয়েছেন! চোখে জল আনবে তাঁর অভিনয়!