‘ওষুধের নেশায় শরীরের কোনা কোনা আচ্ছন্ন ৷ নিশব্দে গোটা শরীরে ধীরে ধীরে সেই নেশার যাওয়া-আসা ৷ বুঝতে পারছি, ওষুধ রোগকে বিনাশ করতে নয়, কিছুটা সময় রোগ থেকে দূরে রাখতে চায় আমাকে ৷ নেশা কাটলেই, ফের ব্যথা, ফের রোজকার অভ্যাস...’ এরপরই বিগ বি লিখলেন নিজের ছন্দে, ‘ আমি এমন এক, এমনই এক, একদমই এক অবস্থায় আছি যেখানে চারিদিকে কেমন একটা ধোঁয়াশা ৷ মনে হয় জীবনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি ৷ তাই আমার মনে এবার থামতে হবে ৷ অবসর নিতে হবে সবকিছু থেকে !’
advertisement
ডিসেম্বর মাসের শুরু থেকেই কলকাতায় ‘তিন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন ৷ কখনও রেড রোডে, কখনও ক্যাথিড্রাল চার্চে, কখনও রাইটার্স বিল্ডিং ও লালবাজারের আশেপাশে সবুজ স্কুটারে শ্যুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ সব মিলিয়ে এখনও তিনি যেন সেই ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ৷ কাচা-পাকা দাড়িতে গোটা বলিউডকে তিনি যেন বার বার চ্যালেঞ্জ ছুঁড়ছেন ‘বুডঢা হোগা তেরা বাপ’ বলে ৷ সেই বিন্দাস শহেনশাহ ছাড়তে চাইছেন তাঁর এতদিনের গদিকে ! হঠাৎই এই সিদ্ধান্তে স্বভাবতই হতবাক তাঁর অনুরাগীরা ৷ ব্লগে তাই অনুরাগীদের নিরাশ না করে, বিগ বি লিখলেন, ‘আমি আছি, আমি থাকব, তবে অন্যভাবে !’