TRENDING:

অবসর চাইছেন বিগ বি!

Last Updated:

গুঞ্জন নয় ৷ একথা খোদ নিজেই জানিয়েছেন বিগ বি ৷ কলকাতার পাঁচতারা হোটেলর ঘরে বসে, জালনার বাইরে চোখ রেখে, তিলোতমাকে স্বাক্ষী রেখে, সিনেমা থেকে অবসর চাইছেন অমিতাভ বচ্চন ! বলিউডের শহেনশাহের মুখে এরকম কথা শুনে হতবাক হবেন সকলেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গুঞ্জন নয় ৷ একথা খোদ নিজেই জানিয়েছেন বিগ বি ৷ কলকাতার পাঁচতারা হোটেলর ঘরে বসে, জালনার বাইরে চোখ রেখে, তিলোতমাকে স্বাক্ষী রেখে, সিনেমা থেকে অবসর চাইছেন অমিতাভ বচ্চন ! বলিউডের শহেনশাহের মুখে এরকম কথা শুনে হতবাক হবেন সকলেই ৷ কারণ বলিউডের পর্দায় এখনও তাঁর আগমণে ঝড় ওঠে বক্স অফিসে ৷ এখনও তাঁর মুখের এক সংলাপে গমগমে প্রেক্ষাগৃহ ! সেই বিগ বি-র মুখে হঠাৎ একথা কেন? কথা নয়, নিজের অবসর চিন্তকে লেখিণতে বাঁধলেন তিনি ৷ কুয়াশা মাখা কলকাতার আকাশে চোখ রেখে, নিজের ব্লগে লিখলেন অমিতাভ !
advertisement

‘ওষুধের নেশায় শরীরের কোনা কোনা আচ্ছন্ন ৷ নিশব্দে গোটা শরীরে ধীরে ধীরে সেই নেশার যাওয়া-আসা ৷ বুঝতে পারছি, ওষুধ রোগকে বিনাশ করতে নয়, কিছুটা সময় রোগ থেকে দূরে রাখতে চায় আমাকে ৷ নেশা কাটলেই, ফের ব্যথা, ফের রোজকার অভ্যাস...’ এরপরই বিগ বি লিখলেন নিজের ছন্দে, ‘ আমি এমন এক, এমনই এক, একদমই এক অবস্থায় আছি যেখানে চারিদিকে কেমন একটা ধোঁয়াশা ৷ মনে হয় জীবনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি ৷ তাই আমার মনে এবার থামতে হবে ৷ অবসর নিতে হবে সবকিছু থেকে !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডিসেম্বর মাসের শুরু থেকেই কলকাতায় ‘তিন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন ৷ কখনও রেড রোডে, কখনও ক্যাথিড্রাল চার্চে, কখনও রাইটার্স বিল্ডিং ও লালবাজারের আশেপাশে সবুজ স্কুটারে শ্যুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ সব মিলিয়ে এখনও তিনি যেন সেই ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ৷ কাচা-পাকা দাড়িতে গোটা বলিউডকে তিনি যেন বার বার চ্যালেঞ্জ ছুঁড়ছেন ‘বুডঢা হোগা তেরা বাপ’ বলে ৷ সেই বিন্দাস শহেনশাহ ছাড়তে চাইছেন তাঁর এতদিনের গদিকে ! হঠাৎই এই সিদ্ধান্তে স্বভাবতই হতবাক তাঁর অনুরাগীরা ৷ ব্লগে তাই অনুরাগীদের নিরাশ না করে, বিগ বি লিখলেন, ‘আমি আছি, আমি থাকব, তবে অন্যভাবে !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অবসর চাইছেন বিগ বি!