TRENDING:

আমার মাইলস্টোন ছবিগুলোর মধ্যে 'ময়ূরাক্ষী' না পড়লেও, এটা ভাল ছবি: সৌমিত্র চট্টোপাধ্যায়

Last Updated:

আমার মাইলস্টোন ছবিগুলোর মধ্যে 'ময়ূরাক্ষী' না পড়লেও, এটা ভাল ছবি: সৌমিত্র চট্টোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৬৫-তম জাতীয় পুরষ্কারে সেরা বাংলা ছবির শিরোপা পেল ময়ূরাক্ষী। পরিচালক অতনু ঘোষ। মূল চরিত্রে দেখা মিলেছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
advertisement

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভাষায়, '' অতনু ঘোষ ছবিটা খুব ভাল বানিয়েছেন। খুবই দক্ষ একজন পরিচালক। ওর কাজ ভালবাসি, ওঁকে শ্রদ্ধাও করি।''

আপনার কেমন লাগছে? বেশ খানিকতা নিরুত্তাপই শোনাল ৭০-এর 'অপূর্ব'কে--

ব্যক্তিগত ভাবে, এই পুরস্কার, খেতাব, শিরোপা...এগুলো আমার কাছে আজ আর তেমন  মূল্য পায়না! ৬০ বছরের বেশি আমার কর্মজীবন! এমন কোনও বড় পরিচালক নেই, যাঁর সঙ্গে কাজ করিনি। সত্যজিৎ রায়ের মতো পরিচালকের সঙ্গে অতগুলো ছবি করেছি। আন্তর্জাতিক স্তরে আমার ছবি নিয়ে চর্চা হয়। সেখানে 'ময়ূরাক্ষী' জাতীয় পুরস্কার পেল বলে আমার আলাদা করে উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই। সবাই ভাল কাজ করেছে, তারফলে একটা ভাল ছবি তৈরি হয়েছে, এবার ছবিটা তার যোগ্য সম্মান পেল! ব্যাস!

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার মাইলস্টোন ছবিগুলোর মধ্যে 'ময়ূরাক্ষী' না পড়লেও, এটা ভাল ছবি: সৌমিত্র চট্টোপাধ্যায়