প্রয়াত অভিনেতার স্মরণে পরিচালক ইমতিয়াজ আলি বলেছেন, অত্যন্ত বুদ্ধিমান একজন অভিনেতা ছিলেন আসিফ ৷ সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে ইমতিয়াজ বলেন, "আমার কাছে আসিফ একটি বিশেষ সিনেমার একটি বিশেষ অংশ। তিনি ছিলেন দুর্দান্ত অভিনেতা। ওঁর মৃত্যুর খবরটি খুবই দুঃখজনক।"
ইমতিয়াজের ‘জব উই মেট’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আসিফ ৷ প্রয়াত অভিনেতার সম্পর্কে পরিচালক জানান, ‘‘ আমার মনে পড়ে জব উই মেট ছবি বানানোর দিনগুলি ৷ যখন আমি একজন বুদ্ধিমান অভিনেতাকে চাইছিলাম ওই চরিত্রে অভিনয় করাতে ৷ একইসঙ্গে হাসির এবং সিরিয়াস রোলে অভিনয় করার যোগ্য অভিনেতার প্রয়োজন ছিল ৷ ছবিতে আসিফের চরিত্রটাই এমন ছিল, যার জন্য একজন স্পেশাল অভিনেতার প্রয়োজন ছিল ৷ ’’
advertisement
ইমতিয়াজ এদিন আরও বলেন, ‘‘ মুম্বইয়ের বিভিন্ন থিয়েটারে অভিনয় করার সময় থেকেই আসিফকে আমি চিনতাম ৷ জব উই মেটের পরে আমরা আর কখনও একসঙ্গে কাজ না করলেও আসিফের অনেক ছবি আমি দেখেছি ৷ সিনেমায় ওঁর অভিনয় মিস করব ৷ ’’