মিস্টার কুমার টুইট করেছেন, "এটা দেখে কষ্ট লাগে। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। ওহ হ্যায় তো আজ হাম হ্যায়।" পুরনো টুইটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন : গালওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য! সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ রিচার বিরূদ্ধে, ক্ষমা চাইলেন অভিনেত্রী
প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিতর্কিত ট্যুইট ট্যুইট করে ফের ট্রোলড হলেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ সম্প্রতি উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী PoK পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিয়ে প্রস্তুত। সেই ট্যুইটের উত্তর দিয়ে রিচা চাড্ডাও করলেন পোস্ট৷ আর সেই পোস্ট ঘিরেই বিতর্ক৷ কী বলেছিলেন সেই পোস্টে?
আরও পড়ুন : হুড়মুড়িয়ে ওজন কমবে! এক সপ্তাহে প্রায় ৩ কেজি, রোজ সকাল শুরু করুন এই ৫ গ্রিন টি দিয়ে
বলেছিলেন, 'গালওয়ান হাই বলছে'। তাঁর এই গালওয়ান রেসপন্স ২০২০-এর গালওয়ান সংঘর্ষকে নির্দেশ করেছে৷ সেই ভয়াবহ ঘটনায় ২০ জন ভারতীয় সেনাবাহিনী প্রাণ দিয়েছিলেন৷ চিনের ৩৫ থেকে ৪০ সেনাবাহিনী মৃত হয়েছিলেন৷
বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা তখনই চরম প্রতিবাদ করেন। তিনি জানান, রিচা চাড্ডার বক্তব্য ফিরিয়ে নেওয়া উচিত।