প্রতি বছর নিজের বাড়ির বাইরে এসে অনুরাগীদের দেখা দেন হৃতিক। অনুরাগীরাও তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। সংবাদমাধ্যমের সামনে কেকও কাটেন হৃতিক এবং কথাও বলেন। কিন্তু এই বছর এর কোনওটাই হচ্ছে না। কারণ এই বছর, হৃতিক জন্মদিন পালন করছেন না। জানিয়েছে তাঁরই এক ঘনিষ্ঠ সূত্র। বলিউড লাইফ-এর প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আংশিক লকডাউন চলছে। আর তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জন্মদিন পালন করছেন না হৃতিক।
advertisement
আরও পড়ুন- করোনা আক্রান্ত ইমন চক্রবর্তী! প্রথম টেস্টে নেগেটিভ হওয়ার পরেও কোভিড পজিটিভ গায়িকা
হৃতিকের বিল্ডিংএই থাকেন প্রযোজক নাদিওয়ালা। তাঁর গোটা পরিবার এই মুহূর্তে পজিটিভ। আর তাই পুরো বিল্ডিং এই মুহূর্তে কোয়ারেন্টাইনড রয়েছে। আর এই জন্যই জন্মদিনে কোনও সেলিব্রেশন হচ্ছে না। এমনকি ছোট করেও জন্মদিন পালন করারও কোনও পরিকল্পনা নেই হৃতিকের। শুধু পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে থাকতে পারে মাত্র। হৃতিক সব সময়েই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়েছেন।নিজের ভক্তদেরও এই সময়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হৃতিক।
আরও পড়ুন- বাড়ির সকলে কোভিড পজিটিভ! ২৪ ঘণ্টা মুখে মাস্ক পরে দাগে ভরে গেল হিনা খানের মুখ
প্রসঙ্গত, কাজের দিক থেকে আগামীতে হৃতিক দীপিকা পাডুকোনের সঙ্গে ফাইটার ছবিতে কাজ করবেন। অনুরাগীরা অপেক্ষা করে আছেন এই ছবির জন্য।