TRENDING:

Hrithik Roshan : এবার জন্মদিন পালন করছেন না হৃতিক রোশন! কিন্তু কেন, প্রশ্ন অনুরাগীদের

Last Updated:

Hrithik Roshan : প্রতি বছর নিজের বাড়ির বাইরে এসে অনুরাগীদের দেখা দেন হৃতিক। অনুরাগীরাও তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আগামিকাল অর্থাৎ ১০ জানুয়ারি বলিউডের গ্রিক গড অভিনেতা হৃতিক রোশনের জন্মদিন। এবার ৪৮ বছরে পা রাখছেন হৃতিক রোশন। স্বাভাবিক ভাবেই হৃতিকের অনুরাগীরা তাঁর জন্মদিন নিয়ে বেশ উচ্ছসিত। টুইটারেও এই মুহূর্তে #hastaghappybirthdayhrihik ট্রেন্ডিং। কিন্তু দুঃখের বিষয় হল, অনুরাগীরা উচ্ছসিত হলেও, তাঁরা এবার হৃতিকের জন্মদিন সেলিব্রেশনের কোনও ঝলক দেখতে পাবেন না।
আগামিকালই হৃতিকের জন্মদিন! কিন্তু এবার কোনও সেলিব্রেশন করছেন অভিনেতা, কেন
আগামিকালই হৃতিকের জন্মদিন! কিন্তু এবার কোনও সেলিব্রেশন করছেন অভিনেতা, কেন
advertisement

প্রতি বছর নিজের বাড়ির বাইরে এসে অনুরাগীদের দেখা দেন হৃতিক। অনুরাগীরাও তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। সংবাদমাধ্যমের সামনে কেকও কাটেন হৃতিক এবং কথাও বলেন। কিন্তু এই বছর এর কোনওটাই হচ্ছে না। কারণ এই বছর, হৃতিক জন্মদিন পালন করছেন না। জানিয়েছে তাঁরই এক ঘনিষ্ঠ সূত্র। বলিউড লাইফ-এর প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আংশিক লকডাউন চলছে। আর তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জন্মদিন পালন করছেন না হৃতিক।

advertisement

আরও পড়ুন- করোনা আক্রান্ত ইমন চক্রবর্তী! প্রথম টেস্টে নেগেটিভ হওয়ার পরেও কোভিড পজিটিভ গায়িকা

হৃতিকের বিল্ডিংএই থাকেন প্রযোজক নাদিওয়ালা। তাঁর গোটা পরিবার এই মুহূর্তে পজিটিভ। আর তাই পুরো বিল্ডিং এই মুহূর্তে কোয়ারেন্টাইনড রয়েছে। আর এই জন্যই জন্মদিনে কোনও সেলিব্রেশন হচ্ছে না। এমনকি ছোট করেও জন্মদিন পালন করারও কোনও পরিকল্পনা নেই হৃতিকের। শুধু পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে থাকতে পারে মাত্র। হৃতিক সব সময়েই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়েছেন।নিজের ভক্তদেরও এই সময়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হৃতিক।

advertisement

আরও পড়ুন- বাড়ির সকলে কোভিড পজিটিভ! ২৪ ঘণ্টা মুখে মাস্ক পরে দাগে ভরে গেল হিনা খানের মুখ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, কাজের দিক থেকে আগামীতে হৃতিক দীপিকা পাডুকোনের সঙ্গে ফাইটার ছবিতে কাজ করবেন। অনুরাগীরা অপেক্ষা করে আছেন এই ছবির জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Hrithik Roshan : এবার জন্মদিন পালন করছেন না হৃতিক রোশন! কিন্তু কেন, প্রশ্ন অনুরাগীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল