মঙ্গলবার রাতে সেই মুম্বই বিমানবন্দরেই প্রেমিক আরসলান গোনির (Arslan Goni) হাত ধরে ঘুরলেন সুজ্যান (Sussanne Khan)। তাঁদের সম্পর্ক নিয়েও বেশ কিছুদিন হল নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। একই দিনে তাঁরাও সম্পর্ক প্রকাশ্যে আনলেন। হৃতিক ও সাবার মতো একই কায়দায় আরসলানের হাতে হাত রেখে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন সুজ্যান।
অন্যদিকে হৃতিক ও সুজ্যানের সম্পর্ক নিয়েও বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। মঙ্গলবার ক্যামেরার সামনে হাতে হাত রেখেই বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তাঁরা। এই ভিডিও সোশ্যালে মুহূর্তে ভাইরাল হয়। নেটিজেনরা বলছেন, এভাবেই নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন হৃতিক ও সাবা।
হৃতিক (Hrithik Roshan) ও সাবা (Saba Azad) প্রথম পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এক রেস্তোরাঁয়। এক সূত্র জানায়, একজন বন্ধুর মাধ্যমে দুজনের প্রথম সাক্ষাৎ হয়। এছাড়া তার আগে টুইটারে সামান্য কথোপথন হয়েছিল। কিন্তু প্রথম দেখার পর থেকেই তাঁদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। এমনকি রোশন পরিবারের মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছিলেন সাবা। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল। সাবার জন্য রোশন পরিবারকে থেকে খাবারও পাঠানো হয়।
আরও পড়ুন- রণবীর-আলিয়ার বিয়েতে বলিউড থেকে নিমন্ত্রিত কারা? প্রকাশ্যে অতিথি তালিকা
তবে হৃতিকের (Hrithik Roshan) বর্তমান প্রেমিকা অর্থাৎ সাবার সঙ্গে সম্পর্ক ভাল সুজ্যানেরও। সাবার একটি গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজ্যান। সেখানে সাবার গান শুনে মুগ্ধ হন হৃতিকের প্রাক্তন স্ত্রী। এমনকী ইনস্টাগ্রামে সাবার প্রশংসায় একটি পোস্টও করেন তিনি।