TRENDING:

‘সারাজীবন তুমি আমার কাছেই থাকবে’, হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা সুজানের

Last Updated:

কে বলবে, হৃতিক ও সুজানের সম্পর্কের মধ্যে ছেদ পড়েছে ? কেই বা বলবে, দু’জন একেবারেই ভালোবাসে না দু’জনকে৷ একটা কোর্ট পেপারে তাঁরা আর বৈবাহিক বন্ধনে আবদ্ধ নয়,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কে বলবে, হৃতিক ও সুজানের সম্পর্কের মধ্যে ছেদ পড়েছে ? কেই বা বলবে, দু’জন একেবারেই ভালোবাসে না দু’জনকে৷ একটা কোর্ট পেপারে তাঁরা আর বৈবাহিক বন্ধনে আবদ্ধ নয়, কিন্তু দুই ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে হৃতিক ও সুজান এখনও নিজেদের ভালোবাসাকে সম্মানের রঙে রাঙিয়ে নিয়েছেন ৷ তাই তো যখনই সময় পান, দু’জনে দেখা করেন, একসঙ্গে সময় কাটান ৷ আর তাই তো হৃতিকের জন্মদিনে ভালোবাসা ভরা শুভেচ্ছা পাঠাতে ভুললেন না সুজান ৷
advertisement

সোশ্যাল নেটওয়ার্কে ছবি পোস্ট করে সুজান লিখলেন, ‘যতই আলাদা হই না কেন? তুমি সব সময়ই আমার কাছে থাকবে সূর্যের আলোর মতো ! ’

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সুজান জানেন, সুজানের এই শুভেচ্ছা নিয়ে গুঞ্জন শুরু হতে পারে হৃতিকের সঙ্গে ফের সম্পর্কে আসার ৷ তাই সুজান স্পষ্টই সোশ্যাল নেটওয়ার্কে জানালেন, ‘স্পেকুলেশন করার দরকার নেই ৷ আমি আর হৃতিক ফের সম্পর্কে পরছি না ৷ তবে অভিভাবক হিসেবে হৃতিক খুব ভালো!’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সারাজীবন তুমি আমার কাছেই থাকবে’, হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা সুজানের