সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা৷ বেইজ রঙের স্কিনফিন বডিকনে ঠিকরে বেরোচ্ছে রূপের ছটা৷ হালকা মেক আপ,খোলা চুলে লাস্যময়ী মনামীকে দেখে চোখ ফেরাতে পারছেন না৷ রবিবারের আলস্য দুপুরে ক্যাফেটেরিয়াতে সময় কাটাচ্ছেন নায়িকা৷ সেখানে দাঁড়িয়ে রিল ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গতনয়া৷ হু হু করে ভাইরাল হয়েছে ভিডিও৷
advertisement
আরও পড়ুন-বিয়ের পিঁড়িতে পরিণীতি, বিলাসবহুল ‘এই’ জায়গাতেই সাতপাকে ঘুরবেন আপ নেতার সঙ্গে
আরও পড়ুন-কার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান পরীমণি? বিরাট সত্য ফাঁস, বড় অভিযোগ স্বামীর!
টলিউড অভিনেত্রী মনামী ঘোষের কোনও ছবি পোস্ট করতে না করতেই তা ভাইরাল হয়ে যায়৷ ভক্তদের ধরে রাখতে হামেশাই একগুচ্ছ ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী৷ তা নিয়ে চর্চা যেন থামতেই চায় না৷ ফের নয়া ভিডিও পোস্ট করে চর্চায় চলে এলেন বঙ্গতনয়া,অভিনেত্রীকে দেখে চোখ ফেরানো দায়৷ যত দিন যাচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা।