TRENDING:

সিনেমায় কীভাবে আসলেন দেব, জানেন কী ?

Last Updated:

বাংলার সুপারস্টার ৷ সবার প্রিয় ‘খোকাবাবু’ ৷ তবে জানেন কী, দীপক অধিকারী থেকে দেব হওয়ার পিছনে রয়েছে বহুদিনের লড়াই, বহু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলার সুপারস্টার ৷ সবার প্রিয় ‘খোকাবাবু’ ৷ তবে জানেন কী, দীপক অধিকারী থেকে দেব হওয়ার পিছনে রয়েছে বহুদিনের লড়াই, বহু মন খারাপ, ডিপ্রেসন !
advertisement

ইটিভির পর্দায় এসে  সাক্ষাৎকারে দেব নিজেই জানালেন সে কথা ৷ দেবের কথায়, ডিপ্রেসনের এক মুহূর্ত থেকেই সিনেমায় পা রাখা ৷ আর এই পা রাখাটা একেবারেই হঠাৎ!

দেব জানালেন, ‘মুম্বইয়ে তখন থাকি আমি ৷ আমার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেটারিংয়ের কাজ করত ৷ আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ি ৷ সামনেই পরীক্ষা ৷ কিন্তু প্রশ্ন লিক হওয়ার কারণে, পরীক্ষা দুম করে পিছিয়ে যাই ৷ একটু মানসিক চাপে ছিলাম ৷ একদিন হঠাৎ বাবা আমাকে বলল, মন খারাপ করে কেন বসে আছিস, চল আমার সঙ্গে বাইরে ঘুরে আসবি ৷ বাবা আমাকে বলিউড পরিচালক আব্বাস-মুস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার ছবির শ্যুটিংয়ে নিয়ে গেল ৷ সেখানে আব্বাস-মুস্তান আমাকে ডেকে বলল, কী কর? আমাকে অ্যাসিস্ট করতে পার ! ব্যস, সেখান থেকেই ছবির জগতে আসা !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

ইটিভির পর্দায় দেব বললেন আরও, ‘ওই সময়ই, কলকাতার একজনের সঙ্গে আমার আলাপ হয় ৷ সে আমাকে বলে, কলকাতায় চলো ৷ ওখানে হিরো নেই ৷ আমি প্রথমে তাঁর কথা খুব একটা পাত্তা দিইনি ৷ তবে কিছুদিন পরে, কলকাতায় আমার ছোটো মামার বিয়েতে আসি ৷ আর তখন ওই লোকটার সঙ্গে দেখা করি ৷ ওই সময় শ্রীকান্ত মোহতা আই লাভ ইউ ছবির জন্য নতুন নায়ক খুঁজছে ৷ বলা যায় সেখান থেকেই আমার যাত্রা শুরু !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমায় কীভাবে আসলেন দেব, জানেন কী ?