পুলিশের হাতে এসেছে রাজ কুন্দ্রার পর্ন ছবি নিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটও ৷ পুলিশের সন্দেহ, ‘হটশটস’ বলে যে অ্যাপে পর্ন ছবি স্ট্রিমিং করা হতো, তারই হিসেবপত্র চলত ওই গ্রুপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল প্লে স্টোর থেকে এখন ‘হটশটস’ অ্যাপ তুলে নেওয়া হলেও এই অ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (APK) বিভিন্ন ওয়েবসাইটে এখনও পাওয়া যাচ্ছে ৷ অ্যাপগুলিতে লেখা থাকে "HD videos & short movies with unmatched exposure" and promised "private content from hot photoshoots, short movies, and experience of the lifestyle of celebrities from all over the world." ৷ যার থেকেই বোঝা সম্ভব এই অ্যাপগুলি কম দিনেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল ৷ এ বছর ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের মাড আইল্যান্ডের একটি বাংলোয় তল্লাশি চালিয়েছিল পুলিশ। পুলিশের কথায়, সেই বাংলো ভাড়া নেওয়া হয় যৌনপেশার খাতিরে। সেখান থেকে বেশ কয়েকজনকে পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
advertisement