শ্যামা’-র গল্পে জয় বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে হানিকে। মেগাতে তিনি একজন বিত্তশালী পরিবারের ছেলে। তাঁর দাদু বকুল বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। এখানে তাঁকে প্রভাবশালী জ্যোতিষীর ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: সৌমিতৃষাই কেন ‘প্রধান’-এর নায়িকা? জবাব দিলেন দেব নিজেই
অন্যদিকে অরিত্রি হয়ে ফিরছেন টুম্পা। তিনি এই মেগায় দেবীপীঠের প্রধান পুরোহিতের মেয়ে। স্বভাবে খুব মিষ্টি। মেগার গল্প আনুযায়ী প্রথম দেখাতেই জয় অরিত্রির প্রেমে পড়ে যাবে।
advertisement
আরও পড়ুন: বলিউডে এ বার ‘কিং’ শাকিব খান! সলমনের নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন, কে তিনি
তারপর দুজনের কুন্ডলিনী মিলে যাওয়ায় দুই পরিবার তাদের বিয়েতে রাজি হবে। কিন্তু বিয়ের পরেই শুরু হবে জটিলতা। কিছু অন্ধকারময় গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় দাম্পত্যে দেখা যাবে অস্থিরতা।
জয়-অরিত্রির বিয়েটা কি টিকিবে? অরিত্রি কি কোনও চক্রান্তের স্বীকার? সে কি পারবে এসবের মধ্যে থেকে বেরিয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে? এসব উত্তর নিয়েই খুব শীঘ্রই আসছে “শ্যামা”, সান বাংলায়। টুম্পা ও হানির এই নতুন জুটিকে দর্শক কতটা ভালবাসা দেয় এখন সেটাই দেখার।