এই মুহূর্তে দেশ ছাড়িয়েও আন্তর্জাতিক পর্যায়েও যথেষ্ট জনপ্রিয় কোয়ান্টিকোর নায়িকা ৷ একের পর এক এক্সপেরিমেন্টাল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে নিজের রাজ্যপাট সামলে চলেছেন প্রিয়াঙ্কা ৷ কিন্তু এত কিছুর পরেও তাঁকে ছবির জন্য নির্বাচনের জন্য মাপকাঠি করা হল তাঁর গায়ের রংকে ৷ গায়ের রং ‘ব্রাউন’ হওয়ার কারণে হলি ছবি থেকে বাদ পড়লেন তিনি ৷
advertisement
আরও পড়ুন: এই দুর্দান্ত তরমুজ খাওয়ার ছবির জন্য ট্রোলড হলেন এষা গুপ্ত! কিন্তু কেন?
সম্প্রতি ওই পত্রিকার একটি একান্ত সাক্ষাৎকারে ৩৫ বছরের নায়িকা জানান, একটি ছবির জন্য তিনি যখন অডিশন দিতে গিয়েছিলেন তখন তাঁকে না ডেকে তাঁর এজেন্টকে ডাকা হয় ৷ তাঁকে বলা হয়, প্রিয়ঙ্কা এই চরিত্রের জন্য মানানসই নন ৷ কারণ তাঁরা এই চরিত্রের জন্য সাদা চামড়ার লোক খুঁজছেন ৷
প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমার একমাত্র লক্ষ্য ছিল আসল কারণটা জানা ৷ কী কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে ? আমাকে কি স্কিনি হতে হবে? নাকি অ্যাবস তৈরি করতে হবে? নাকি আরও পারফেক্ট শেপ দরকার?’’ প্রিয়াঙ্কার এই প্রশ্নের উত্তরে হঠাৎই ভেঙে পড়েন তাঁর এজেন্ট ৷ জানান, শুধুমাত্র গায়ের রঙের জন্যই তিনি বাদ গিয়েছেন ৷ সেই সময় প্রচণ্ড মুষড়ে পড়েছিলেন বলেও জানান বেওয়াচের নায়িকা ৷
আরও পড়ুন:অশ্লীল চ্যাট ফাঁস করলেন অভিনেত্রী, কাঠগড়ায় প্রযোজক !
এর আগেও কোয়ান্টিকোর সিজন ২ শুটিংয়ের সময় বিমান বন্দরে বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়েছিল তাঁকে ৷ বহুক্ষণ বিমান বন্দরে বসিয়ে রেখে তাঁকে জেরা করা হয়েছিল ৷ ফের আরও একবার বিদেশের মাটিতে একই ঘটনা ঘটল তাঁর সঙ্গে ৷