TRENDING:

অস্কারজয়ী গীতিকার নরমান গিমবেল প্রয়াত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া: অস্কার ও গ্রামি পুরস্কারজয়ী মার্কিন গীতিকার নরমান গিমবেল আর নেই। গত ১৯ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টিসিটোর বাসভবনে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
advertisement

৯১ বছর বয়সী এই গীতিকারের মৃত্যুর কারণ জানা যায়নি। ‘কিলিং মি সফটলি’, ‘ইট গোজ লাইক ইট গোজ’, ‘দ্য গার্ল ফ্রম ইপানেমা’সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা গিমবেলে ১৯৭৩ সালে গ্রামি ও ১৯৯৭ সালে সেরা মৌলিক গানের জন্য অস্কার পেয়েছিলেন।

টেলিভিশন ও চলচ্চিত্রেও তাঁর লেখা অসংখ্য গান ও থিম সং আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল বলে জানিয়েছে ৷ ১৯৮৪ সালে তিনি গীতিকারদের ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিয়েছিলেন।

advertisement

ব্রুকলিনে জন্ম নেওয়া গিমবেল তার ক্যারিয়ার শুরু করেছিলেন সঙ্গীত প্রকাশক ডেভিড ব্লাম ও এডউইন এইচ মরিসের সঙ্গে। তাঁর প্রথম দিককার লেখা জনপ্রিয় গানের মধ্যে ‘কানাডিয়ান সানসেট’-ও ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিক্ষা করে অনাথ শিশুদের চিকি‍ৎসক, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি করে চলেছেন স্বপ্নপূরণের কারিগর
আরও দেখুন

‘কিলিং মি সফটলি’ গানের জন্য ১৯৭৩ সালে তিনি সুরকার চার্লস ফক্সের সঙ্গে যৌথভাবে গ্রামি পুরস্কার জিতেছিলেন। ‘নরমা রে’চলচ্চিত্রে জেনিফার ওয়ার্নসের গাওয়া ‘ইট গোজ লাইক ইট গোজ’ গানের জন্য ২৪ বছর পর সুরকার ডেভিড শায়ারের সঙ্গে মিলে পান অ্যাকাডেমি পুরস্কার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অস্কারজয়ী গীতিকার নরমান গিমবেল প্রয়াত