TRENDING:

বয়স ‘মাত্র’ ৬৯ বছর, ফের বাবা হলেন এই বিখ্যাত অভিনেতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত বছরের ৩১ অগাস্ট ৬৯তম জন্মদিন পালন করেছিলেন তিনি ৷ তখনই সুখবরটা তিনি জানিয়ে দিয়েছিলেন তারকা ৷ অবশেষে এল খুশির খবর ৷ ৬৯ বছরে ফের বাবা হলেন হালিউড অভিনেতা রিচার্ড গিয়ার ৷
advertisement

রিচার্ড গিয়ারের স্ত্রী আলেজান্দ্রা সিলভা একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ ২০১৫ সাল থেকে ডেটিং করছিলেন রিচার্ড এবং আলেজান্দ্রা ৷ এরপর গত বছরই বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷ এরপর এ মাসেই তাঁদের সংসারে পুত্রসন্তান এল ৷ যদিও এ সম্পর্কে বিশেষ কিছুই বলেননি তাঁরা ৷ এর আগে আলেজান্দ্রা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন ৷

advertisement

সেই ছবিতে দেখা গিয়েছিল, ধর্মগুরু দলাই লামার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন রিচার্ড এবং আলেজান্দ্রা ৷ ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘‘আমাদের জন্য বিশেষ মুহূর্ত।

advertisement

মাত্র কয়েক মিনিট আগে দালাই লামার কাছে আমাদের মধ্যে আসা নতুন অতিথির জন্য আশীর্বাদ চেয়েছি। তিনি আশীর্বাদ করেছেন।’’অবশেষে এল খুশির খবর ৷

আরও পড়ুন

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়স ‘মাত্র’ ৬৯ বছর, ফের বাবা হলেন এই বিখ্যাত অভিনেতা