সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে নিজের স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে ভিকি জৈনকে৷ সেখানে বেশ কিছু জায়গায় তাঁদের হোলির আনন্দ ভাগ করে নিতে দেখা যায়৷ কিন্তু এরমধ্যে হঠাৎ করেই নিজের স্বামী ভিকি জৈনের ওপর রেগে ওঠেন অঙ্কিতা লোখন্ডে৷ রেগেমেগে কথা বলতে দেখা যায় , পাশাপাশি দেখা যায় ভিকি তাঁর কাঁধে হাত রেখে তাঁকে শান্ত করার চেষ্টা করছেন৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তুলেছে৷
advertisement
কিছু মানুষ অঙ্কিতার রাগ নিয়ে ভিকি জৈনকে কথা শুনিয়েছেন৷ যাতে এই দুই লাভবার্ড দম্পতির ঝগড়ার ভিডিও দেখে কমেন্ট করেন যে কেন তাঁরা ঝগড়া করছেন৷ এমনকি দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছেন অনেকেই৷
আরও পড়ুন - ICC Women's World Cup 2022: ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিল পাকিস্তান, সেমির রাস্তা করল সহজ
এদিকে অঙ্কিতা লোখন্ডের ফ্যান পেজ থেকে এই ভিডিও শেয়ার হয়ে গিয়েছিল৷ পরে অবশ্য ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই ভিডিও৷ পরে অবশ্য এই ভিডিও ডিলিট করে দেওয়া হয়৷
অন্যদিকে অঙ্কিতা লোখন্ডে হোলি সেলিব্রেশনের ভাল, ভাল ফটো ও ভিডিও শেয়ার করেন যেখানে নিজের স্বামী ভিকি জৈনের সঙ্গে তাঁকে আনন্দ করতে দেখা গেছে৷ তাতে ক্যাপশন দিয়েছেন #AnVikiRaasLeela.