TRENDING:

পুজোয় বাঙালির ‘আনলিমিটেড’ এন্টারটেনমেন্টের নতুন উপহার Hoichoi ! কী রয়েছে এই অ্যাপে ?

Last Updated:

এই অ্যাপে নতুন-পুরনো মিলিয়ে মোট ৫০০-রও বেশি সিনেমা, হাজারের বেশি গান এবং ৬টি ওয়েব সিরিজ শো রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজো এসে গিয়েছে ৷ শেষ ক’দিনের স্কুল-কলেজ-অফিস সেরে এখন শুধু হইচই করার অপেক্ষা ৷ মহালয়ার পরদিনই অবশ্য বাঙালীদের হুল্লোড়ের জন্য নতুন উপহার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ৷ সেটা হল একটি অ্যাপ ৷ যার নামই হল 'Hoichoi' ৷ মোবাইলে অ্যাপটি ডাউনলোড করলেই বুঝতে পারবেন ভার্চুয়াল দুনিয়ায় হইচই করার মতো যথেষ্ট উপকরণ রয়েছে এই অ্যাপে ৷ এতে নতুন-পুরনো মিলিয়ে মোট ৫০০-রও বেশি সিনেমা, হাজারের বেশি গান এবং ৬টি ‘অরিজিনালস’ বা ওয়েব সিরিজ শো রয়েছে ৷ আর সবই বাংলায় ৷ পূর্ব ভারতে ওয়েব সিরিজের অ্যাপ এই প্রথম ৷
advertisement

সিনেমাপ্রেমী বাঙালীদের জন্য এক্সক্লুসিভ এই নতুন অ্যাপে কী কী রয়েছে একবার দেখে নেওয়া যাক:-

১. বাংলা এন্টারটেনমেন্টের ‘স্টক’-এর ক্ষেত্রে এই অ্যাপ অবশ্যই দারুণ ৷ ৫০০-রও বেশি বাংলা ছবি এবং ১০০০-রও বেশি বাংলা গান আপনি পাবেন এই অ্যাপ ডাউনলোড করলেই ৷

২. কোনও অ্যাপ ডাউনলোড করলেই আজকাল সবচেয়ে বড় সমস্যা সেখানের ‘পপ-আপ’ বিজ্ঞাপন ৷ এই অ্যাপে সেই সমস্যা নেই ৷ তাই ডাউনলোড করে সিমলেস-বিজ্ঞাপন ফ্রি আনলিমিটেড এইচডি ভিডিও স্ট্রিমিংয়ের মজা নিন ৷

advertisement

৩. Hoichoi অ্যাপ ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্মেই ৷ মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট সবেতেই দেখতে পারবেন ৷ অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং Roku-তেও খুব তাড়াতাড়ি আসছে হইচই ৷

৪. অফলাইন ডাউনলোড করার সুবিধা রয়েছে এই অ্যাপে ৷ তাই ডাউনলোড করুন এবং সিনেমা দেখুন পরে ৷

advertisement

৫. অ্যাপে বিভাগগুলি অত্যন্ত ভালভাবে ভাগ করা হয়েছে ৷ আপনার পছন্দের সিনেমা বা গানগুলি খুঁজে পাওয়াটাও তাই খুব সহজ ৷

. থাকছে ইংরেজী সাবটাইটেলও ৷ তাই শুধু বাঙালিরা ছাড়া অন্যদেরও এই অ্যাপের অরিজিনালস এবং পুরোনো ও নতুন বাংলা ছবিগুলি দেখতে কোনও সমস্যা হবে না ৷

advertisement

৭. UPI সমেত মাল্টিপল পেমেন্ট অপশন রয়েছে ৷

৮. এই অ্যাপের সার্চ ইঞ্জিনও যথেষ্ট আধুনিক ৷ তাই কন্টেন্ট খুঁজে পেতেও কোনও সমস্যা হবে না ৷

৯. অ্যাপ সাবস্ক্রিপশন রেট: ওয়েব সিরিজ বা অ্যাপে সিনেমা দেখার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সাবস্ক্রিপশন বিষয়টি ৷ Hoichoi অ্যাপে সাবস্ক্রিপশনের আপাতত তিনটি প্ল্যান রয়েছে ৷ ৩ মাসের জন্য ১৪৯ টাকা , ৬ মাসের জন্য ২৪৯ টাকা এবং ১২ মাসের জন্য ৩৯৯ টাকা ৷ বার্ষিক প্ল্যানে যা দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন বাবদ প্রতিদিন খরচ মাত্র ১.১০ টাকা ৷ ইন্টারন্যাশনাল সাবস্ক্রিপশন রেটগুরলি হল মাসিক ৮.৯৯ ডলার এবং বছরে ৭৯.৯৯ ডলার ৷

advertisement

১০. এখানেই সব শেষ হচ্ছে না ৷ খুব তাড়াতাড়ি এই অ্যাপে শিশুদের জন্য এক্সক্লুসিভ কন্টেন্ট এবং মিউজিক স্ট্রিমিংও চালু হতে চলেছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোয় বাঙালির ‘আনলিমিটেড’ এন্টারটেনমেন্টের নতুন উপহার Hoichoi ! কী রয়েছে এই অ্যাপে ?