দু'দিন আগেই এই ছবির পোস্টার (Heropanti 2 Trailer) রিলিজ করা হয়েছে। এই ছবিতে অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে টাইগার শ্রফকে। জ্যাকি শ্রফের ছেলে টাইগারকে প্রথম থেকেই অ্যাকশন ছবিতে অভিনয় করতে দেখা যায়। টাইগার যে শুধু ভাল অভিনয় করেন এমন নয়। দারুণ নাচেন। এমনকি সহকারী পরিচালক হিসেবেও বলিউডে কাজ করেছেন তিনি। হৃত্বিক রোশনকেও নাচের তালিম দিয়েছেন টাইগার শ্রফ। নিজের শরীরকে নানা ভঙ্গিতে ভাঙতে পারেন তিনি। কথা বলে তাঁর শরীর। এবার 'হিরোপন্থি ২'তে দেখার কি জাদু দেখান টাইগার।
advertisement
এই ছবিতে টাইগারের সঙ্গে নায়িকার চরিত্রে (Heropanti 2 Trailer) অভিনয় করবেন তারা সুতারিয়া। তাঁর চরিত্রের নাম ইনায়া। সেই সঙ্গে এই ছবির একমাত্র খলনায়ক নওয়াজ উদ্দিন সিদ্দিকি। ভিলেন লায়লার চরিত্রে অভিনয় করছেন নওয়াজ। বলিউডে নিজের জমি একটু একটু করে শক্ত করেছেন এই অভিনেতা। পর্দায় মাত্র কয়েক সেকেন্ডের চরিত্রে অভিনয় দিয়েই বলিউডে কাজ শুরু করেছিলেন নওয়াজ। তবে কে জানত, ইনি আসলে লম্বা রেসের ঘোড়া। তবে একেবারে অ্যাকশন ছবিতে খলনায়কের চরিত্র নওয়াজের জীবনেও প্রথমবার। এই অভিনেতা দেখিয়েছেন নানা ধরণের অভিনয়েই তিনি দক্ষ। শুধু মাত্র চেহারাই যে সব কিছু নয়, অভিনয় দিয়েও সেরার জায়গা নেওয়া যায়, তা করে দেখিয়েছেন সিদ্দিকি সাহেব।
মুম্বইতে নিজের চেষ্টায় আলিসান বাড়িও বানিয়েছেন তিনি। 'হিরোপন্থি ২'-তে একেবারে অন্য রূপে দেখা যাবে তাঁকে (Heropanti 2 Trailer)। শুধু মাত্র টাইগার নন এই ছবির আর এক বড় আকর্ষণ নওয়াজ উদ্দিন নিজেও। এই ছবির মিউজিক করেছেন এ আর রহমান। বোঝাই যাচ্ছে দারুণ কিছু হতে চলেছে। গল্প লিখেছেন রজত আরোরা। সাজিদ নাদিওয়ালার ছবি দেখতে মানুষ হলে ভিড় জমান। রিলিজ হতে না হতেই হিট হয় সব ছবি। এবারে নওয়াজকে দেখার জন্যই হল ভারাবেন দর্শক। খুন করতে করতে অভিনব কায়দায় নওয়াজের ঠোঁটে লিপস্টিক পরা নজর কেড়েছে সকলের। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'হিরোপন্থি ২'।