সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন গাড়িতে মুম্বইয়ের শহরতলিতে দহিসরে পৌঁছতে তাঁর সময় লেগেছিল ২ ঘণ্টা। ক্লান্তিকর এই যাত্রা থেকে মুক্তি পেতে তিনি গাড়ি ছেড়ে মেট্রোতে ওঠেন। বাকি মাত্র আধঘণ্টায় পাড়ি দিয়ে পৌঁছে যান গন্তব্যে।
তাঁর মেট্রো সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হেমা। লিখেছেন ‘‘আমার অভিনব এবং অসাধারণ অভিজ্ঞতার কথা জানাতে চাই। ২ ঘণ্টা ড্রাইভ করে পৌঁছেছিলাম দহিসরে। কী ক্লান্তিকর! তার পরই ঠিক করলাম মেট্রোয় যাব। এবং দুর্দান্ত! খুব আনন্দ পেলাম।’’ তিনি জানান পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো সফরে তিনি আধঘণ্টায় পৌঁছে যান জুহুতে।
advertisement
আরও পড়ুন : বেবিফুড নয়, প্রিয়ঙ্কা চোপড়ার খুদে মেয়ের পছন্দ এই খাবার
মেট্রোতেই শেষ নয়। ডিএন নগরে মেট্রো থেকে নেমে তিনি জুহুতে পৌঁছন অটোয়। ড্রিমগার্ল জানিয়েছেন তাঁকে বাড়ির সামনে অটো থেকে নামতে দেখে চমকে গিয়েছেন নিরাপত্তাকর্মীরাই। আমজনতার সঙ্গে মেট্রোসফরে তাঁর যে খুবই ভাল লেগেছে, সেকথা জানাতে আরও একটি পোস্ট করেন হেমা।
প্রসঙ্গত নামী অভিনেত্রী, দক্ষ নৃত্যশিল্পীর পাশাপাশি হেমা মালিনী মথুরার বিজেপি সাংসদও। তাঁকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০২০ সালে, ‘শিমলা মির্চি’ ছবিতে। তাঁর ফিল্মোগ্রাফিতে জ্বলজ্বল করছে ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘রাজা জানি’, ‘জুগনু’, ‘ড্রিম গার্ল’-সহ আরও অসংখ্য বক্সঅফিস সফল ছবি।