TRENDING:

Heeramandi First Review: যেন এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছেন বনশালি, 'হিরামান্ডি'-র প্রথম রিভিউ প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রত্যাশা বাড়ছে

Last Updated:

Heeramandi First Review: দেখা যাবে মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, রিচা চাড্ডা, শরমিন সেগাল, অদিতি রাও হায়দরি এবং সঞ্জিদা শেখের মতো দুর্ধর্ষ অভিনেত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আগামী সপ্তাহেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে যে, প্রত্যেকের প্রত্যাশা রাখতে পারবে এই সিরিজ।
'হিরামান্ডি'-র প্রথম রিভিউ প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রত্যাশা বাড়ছে
'হিরামান্ডি'-র প্রথম রিভিউ প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রত্যাশা বাড়ছে
advertisement

আসলে ‘হিরামান্ডি’-তে ফুটে উঠেছে দেশ স্বাধীন হওয়ার আগের কিছু ঘটনা। মূলত ব্রিটিশ শাসিত ভারতের প্রেক্ষাপটে বারবণিতাদের অবস্থার কাহিনিই প্রতিফলিত হয়েছে। আর এই সিরিজ একেবারে তারকাখচিত। দেখা যাবে মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, রিচা চাড্ডা, শরমিন সেগাল, অদিতি রাও হায়দরি এবং সঞ্জিদা শেখের মতো দুর্ধর্ষ অভিনেত্রীদের। আবার এই সিরিজের হাত ধরে ফের বলিউডে কামব্যাক করতে চলেছেন অভিনেতা ফারদিন খান। ‘হিরামন্ডি’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন তিনি। তাঁর পাশাপাশি অধ্যয়ন সুমন এবং শেখর সুমনকেও দেখা যাবে প্রধান চরিত্রে।

advertisement

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বুধবার এই সিরিজের গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করেছিল নেটফ্লিক্স ইন্ডিয়া। যেখানে উপস্থিত ছিলেন সলমন খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, রেখা এবং জেনেলিয়া দেশমুখের মতো তারকারা। তবে ‘হিরামান্ডি’-র প্রথম রিভিউটা শেয়ার করলেন জেনেলিয়াই। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে একটা ছবি শেয়ার করে রিভিউটি ভাগ করে নিয়েছেন।

advertisement

রীতেশ-ঘরণি লিখেছেন যে, “হিরামান্ডি-র মাত্র ২টো এপিসোডই দেখেছি। আর তাতেই আরও বেশি করে দেখার ইচ্ছা জাগছে। এ এক অসাধারণ দুনিয়া, এক দুর্দান্ত সফর – যার মধ্যে দিয়ে সঞ্জয় স্যার আমাদের নিয়ে গিয়েছেন! আর আমি বরাবরের মতোই মুগ্ধ। গোটা কাস্টের জন্য প্রচুর ভালবাসা! এমনকী কলাকুশলীদেরও কী অসাধারণ প্রয়াস! নেটফ্লিক্স সত্যিই ভীষণ স্পেশ্যাল!”

advertisement

আগামী ১ মে মুক্তি পেতে চলেছে ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। চলতি মাসের গোড়ার দিকেই প্রকাশ্যে এসেছিল এই সিরিজের ট্রেলার। যা ভক্তদের যেন টাইম ট্র্যাভেল করে নিয়ে গিয়েছে এমন একটা সময়ে, যখন রাজ দরবারে যেন রাজত্ব করতেন বারবণিতারা! ১৯৪০-এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সেই টালমাটাল পরিস্থিতিতে বারবণিতা এবং তাঁদের গ্রাহকদের গল্পই প্রতিফলিত হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর এই সিরিজে বারবণিতাদের চরিত্রে দেখা গিয়েছে মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, শরমিন সেগাল এবং সঞ্জিদা শেখকে। আর এই বারবণিতারা নবাবদেরকে নিজেদের হাতে রাখতেন, এমনকী ব্রিটিশ দমনের বিরুদ্ধেও রুখে দাঁড়ান তাঁরা। আর এই নবাবদের চরিত্রে অভিনয় করেছেন ফারদিন খান, তাহা শাহ বাদুশা, শেখর সুমন এবং অধ্যয়ন সুমন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Heeramandi First Review: যেন এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছেন বনশালি, 'হিরামান্ডি'-র প্রথম রিভিউ প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রত্যাশা বাড়ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল