আরও পড়ুন: পয়লা বৈশাখের সঙ্গে হালখাতার সম্পর্কটা কী? জানুন ইতিহাস
সম্প্রতি স্কুলে ভর্তি হয়েছে ইউভান। আবেগঘন পোস্ট করেছিলেন শুভশ্রী। লিখেছিলেন, 'বিশ্বাসই হচ্ছে না ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল!' অবাক বাবা-দিদি, পিসিরাও। ছবিতে দেখা যায়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলেছে ইউভান! পরনে টি-শার্টের সঙ্গে ডেনিম হাফপ্যান্ট। পায়ে বাহারি জুতো। রাজের আদরের 'শিম্বা'র ব্যাগেও আঁকা শিম্বার ছবি। সেখানেও ছিল শুভেচ্ছার ছড়াছড়ি। ইমন চক্রবর্তী লিখেছিলেন, "Ki kotto kore porashona kotte hoy go!!"। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা লিখেছেন, "awwle babah 😍all the very best baby"।
advertisement
ইউভান এমনিই বড় আদরের। তবে ইউভানের বয়স বাড়লেও তার মায়ের বয়স যেন কমছে। শুধু ছেলের দায়িত্ব নয়, হাতে কাজও রয়েছে নায়িকার। সব কিছুই দক্ষ হাতে সামলান তিনি।
আরও পড়ুন: মাটির মানুষ অরিজিৎ সিং! বহরমপুরের স্কুলেই ভর্তি করলেন ছেলেকে ! সেলেব তকমা ভুলে মিশে গেলেন সাধারণে !
সম্প্রতি শুভশ্রীর একটি ফটোশ্যুটের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। হলুদ পোশাকে দারুণ সুন্দরী শুভশ্রী। আবার কখনও কমলা কিংবা সাদা পোশাকে নতুন ফটোশ্যুটে ঝকঝকে শুভশ্রীকে দেখে নজর ফেরানো দায়।