এমনকী ইতিমধ্যেই কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের ৷ এর মধ্যে সামনে এল আরও একটি খবর ৷ আসলে দুই বান্ধবীকে নিয়ে নাইট ক্লাবে গিয়েছিলেন দিশা পটানি ৷ তবে ওই নাইটক্লাবের নিরাপত্তারক্ষী দরজাতেই আটকে দেন নায়িকাকে ৷ কারণ দিশা পটানির কাছে প্রয়োজনীয় পাস নেই ৷ এরই সঙ্গে তাঁর পোশাকটিও নাকি নাইট ক্লাবের জন্য যথোপযুক্ত নয় ৷ অগত্যা কী আর করা! ফিরেই যাচ্ছিলেন দিশা ৷
advertisement
আর তখনই সারপ্রাইজ ৷ সামনে হাজির হলেন টাইগার শ্রফ ৷ তাঁর মন ভাঙুক এক্কেবারেই চান না তিনি ৷ আর সেই কারণেই তিনি রাস্তার মধ্যেই ব্যবস্থা করেন ৷ রাস্তাকেই করে তোলেন নাইট ক্লাব ৷ তবে গানের ব্যবস্থা কী হবে ? সে ব্যাপারেও কোনও অসুবিধে নেই ৷ কেননা সেখানে হাজির ছিলেন বলিউডের বিখ্যাত গায়ক বাদশাহ ৷ জমে উঠল গোটা মুহূর্ত ৷ আর তাঁদের সেই বিশেষ মজার মুহূর্তের সঙ্গী ঠিল ঠান্ডা পানীয় ‘পেপসি’৷
আসলে ব্যাপারটি হল-পেপসি’র নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন টাইগার শ্রফ, দিশা পটানি এবং বাদশাহ ৷ গতকাল রবিবারই মুক্তি পেয়েছে পেপসির বিজ্ঞাপনের নতুন গান ‘হর ঘুঁট মেঁ সোয়্যাগ হ্যায়’৷ যা নিয়ে উন্মাদনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই ৮১ লক্ষ দর্শক এই গানটি দেখে ফেলেছেন ৷ দেখে নিন সেই গান-