TRENDING:

Happy Birthday Rukmini: অন্তঃসত্ত্বা রুক্মিণী! 'সত্য'-র জন্মদিনে অদেখা ছবি পোস্ট দেবের, দিলেন বড় চমক

Last Updated:

Happy Birthday Rukmini: ৩২ -এ পা দিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র৷ জন্মদিনের দিনেই সত্যবতীর রূপে ধরা দিলেন রুক্মিণী৷ যা দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের৷ অন্তঃসত্ত্বা রুক্মিণীর অদেখা ছবি শেয়ার করেই বড় চমক দিয়েছেন দেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র ৩২ -এ পা দিলেন৷ ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ জন্মদিনের দিনেই সত্যবতীর রূপে ধরা দিলেন রুক্মিণী৷ যা দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের৷ অন্তঃসত্ত্বা রুক্মিণীর অদেখা ছবি শেয়ার করেই বড় চমক দিয়েছেন দেব৷
advertisement

জন্মদিনের দিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে সত্যবতীর এই ছবি শেয়ার করেছেন দেব৷ ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে৷ ছবি নিয়ে বিস্তর সমালোচনা মধ্যে সত্যবতীর রূপে সকলকে মুগ্ধ করেছেন রুক্মিণী৷ জন্মদিনে এর চেয়ে ভাল উপহার মনে হয় আর কিছু হয় না৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে রুক্মিণীর এই ছবি৷

advertisement

advertisement

আটপৌরে শাড়ি, লাল-সাদা কাজ করা ব্লাউজ, হাতে শাখা-পলা, গলায় সোনার হার, সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ পরে ছাপোষা গৃহবধূর লুকে ধরা দিয়েছেন রুক্মিণী৷ বেবিবাম্প আগলে একমনে তাকিয়ে রয়েছেন নায়িকা৷ তার স্নিগ্ধ দৃষ্টি সকলেরই মন কেড়ে নিয়েছে৷ কবে আসবে আসন্ন সন্তান, এমনটাই যেন চিন্তা করছেন দাঁড়িয়ে৷ ছবিতে প্রশংসার বন্যা ভরে গিয়েছে৷ নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় জেল্লা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে৷ রুক্মিণীকে দারুণ লাগছে সত্যবতীর লুকে৷ অন্য একজন লিখেছেন,তর যেন সইছে না, কবে আসবে আগস্ট মাস৷ কেউ কেউ আবার নেতিবাচক কমেন্টেও ভরিয়ে দিয়েছেন৷

advertisement

আরও পড়ুন- মর্মান্তিক! বোনের শেষকৃত্যে এসেই মৃত্যু হল ভাইয়ের, শোকের ছায়া পরিবারে

আরও পড়ুন-একাধিক নারীসঙ্গ ভুলে মিস করছেন স্ত্রী পরী-কে! তবে কি একা থাকতে পারছেন না রাজ?

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

আর মাত্র কিছুদিনের অপেক্ষা৷ ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গ রহস্য অবলম্বনে তৈরি হয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য৷ বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে প্রথমবার বাঙালির আইকনিক চরিত্র ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে৷ এবং সত্যবতীর চরিত্রে রুক্মিণীতে দেখা যাবে৷ ইতিমধ্যেই তার এই লুক যথেষ্ঠ সাড়া ফেলেছে দর্শকমনে৷ আপাতত ছবি মুক্তির দিন গুনছেন ভক্তরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Rukmini: অন্তঃসত্ত্বা রুক্মিণী! 'সত্য'-র জন্মদিনে অদেখা ছবি পোস্ট দেবের, দিলেন বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল