TRENDING:

হাওয়া বদলের গান! ২৬ উদীয়মান সুরতারকার সৃষ্টিতে ঋদ্ধ বাংলা সঙ্গীত-জগত

Last Updated:

এক সঙ্গে ২৬ জন উদীয়মান সুরকার, গীতিকার তথা গায়ক-গায়িকাকে এক আধারে বেঁধেছে 'হাওয়া বদলের গান'; সৌজন্যে উইন্ড অফ চেঞ্জ রেস্তো কাফে। যার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল শহরের একটি ক্লাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সঙ্গীত বরাবরই প্রথা ভেঙে এসেছে। নিজেকে বদলেছে এক বিভাগ থেকে অন্যে। মূল বলে যদি কিছু থেকে থাকে, তবে তা সা-রে-গা-মা সুর সপ্তকের বিন্যাস। সেই বিন্যাসেরও প্রথাগত রূপ আবিষ্কারেই আমরা সাধারণত অভ্যস্ত। এক বা খুব বেশি হলে দুই সুরকার- এর বাইরে সাঙ্গীতিক উন্মোচন সে ভাবে ধরা দেয়নি ভারতীয় জগতে, অন্তত বাংলায় তো বটেই। কিন্তু এবার এক সঙ্গে ২৬ জন উদীয়মান সুরকার, গীতিকার তথা গায়ক-গায়িকাকে এক আধারে বেঁধেছে 'হাওয়া বদলের গান'; সৌজন্যে উইন্ড অফ চেঞ্জ রেস্তো কাফে। যার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল শহরের একটি ক্লাবে। লক্ষ্য একটাই- সঙ্গীত যেমন সবার জন্য, তেমনই তাকে কেরিয়ার করার সুযোগও সবার কাছে পৌঁছে দেওয়া।
হাওয়া বদলের গান! ২৬ উদীয়মান সুরতারকার সৃষ্টিতে ঋদ্ধ বাংলা সঙ্গীত-জগত
হাওয়া বদলের গান! ২৬ উদীয়মান সুরতারকার সৃষ্টিতে ঋদ্ধ বাংলা সঙ্গীত-জগত
advertisement

ঠিক কী অভিনবত্ব নিয়ে আসতে চলেছে 'হাওয়া বদলের গান'?

২৬ জন উদীয়মান শিল্পী, যথা- অভিষেক চক্রবর্তী, অনীক বিশ্বাস, অর্ক চট্টোপাধ্যায়, আকাশ চক্রবর্তী, অস্মিতা পাত্র, বিভুব্রত আচার্য, দেবর্ষি গঙ্গোপাধ্যায়, ড. সৌমিক দাস, দুর্নিবার সাহা, ধানসিড়ি চক্রবর্তী, ঈশান গঙ্গোপাধ্যায়, জাগরী কর্মকার, কবীর চট্টোপাধ্যায়, কমল দাস কেডি, মধুবন্তী বন্দ্যোপাধ্যায়, প্রকৃতি দাশগুপ্ত, প্রলয় সরকার, সায়ক চট্টোপাধ্যায়, শ্রবণা রায়চৌধুরি, সুমন রুজ, সূর্য রায়, সাগ্নিক ভট্টাচার্য, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, স্যমন্তক সিনহা, তমালকান্তি হালদার, তিমির বিশ্বাস একযোগে নিয়ে আসতে চলেছেন ৪১টি গান। এর মধ্যে ৩৩টি গান তাঁদের সৃষ্টি, ৭টি প্রচলিত জনপ্রিয় গানের ভিন্ন আঙ্গিক এবং একটি অ্যালবামের কভার মিউজিক।

advertisement

আরও পড়ুন- অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে সোশ্যাল মিডিয়ার যুগে গানের অ্যালবামের কেনাকাটার দিকটা বেশ ভাল মতো উপেক্ষিত, সঙ্গে সোশ্যাল মিডিয়া ছাড়া সৃজনশীল কনটেন্টের বিস্তারও একপ্রকার অসম্ভব। সে কথা মাথায় রেখেই খোলা হয়েছে ইউটিউব চ্যানেল 'হাওয়া বদল'। এখানে যেমন গানগুলি উপভোগ করা যাবে, তেমনই ইউডি সিরিজের সূত্রে ৬টি মিউজিক অ্যালবামের মাধ্যমেও সহজলভ্য হবে এই সাঙ্গীতিক প্রয়াস।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
হাওয়া বদলের গান! ২৬ উদীয়মান সুরতারকার সৃষ্টিতে ঋদ্ধ বাংলা সঙ্গীত-জগত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল