TRENDING:

Habji Gabji: "মোবাইলকে ভয় পাবে বাচ্চারা! খেলবে না পাবজি!" কথা দিলেন শুভশ্রী! ৩-রা জুন সিনেমা-হলে 'হাবজি-গাবজি'!

Last Updated:

Habji Gabji: ৩ রা জুন থেকেই মোবাইলকে ভয় পাবে বাচ্চারা! খেলবে না পাবজি। হলে গিয়ে 'হাবজি-গাবজি' দেখার অনুরোধ শুভশ্রীর!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৩-রা জুন মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষীত ছবি 'হাবজি-গাবজি।' রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এক সঙ্গে অভিনয় করতে! শুভশ্রী ও পরমের ছেলের চরিত্রে অভিনয় করেছে খুদে স্যমন্তক দ্যুতি মৈত্র!
advertisement

মোবাইল গেমে আসক্ত শৈশব নষ্ট হচ্ছে মা-বাবাদের সামনেই। সন্তানকে নিজেদের সময় দিতে না পারাটুকুর বিনিময়ে তাঁরাই বাচ্চাদের হাতে ধরিয়ে দিচ্ছেন মোবাইল। ধীরে ধীরে অবাধ্য হয়ে ওঠা পাবজি প্রজন্মেরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বন্ধু, পড়শি, আত্মীয়, স্বজন সবার থেকেই। ভীষণ চেনা ছবি এই থিমের ওপরেই রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি'। মোবাইল কী ভাবে ক্ষতি করতে পারে একজন বাচ্চার জীবন। সেই সঙ্গে ভয়ানক হয়ে উঠতে পারে বাবা মায়ের জীবনও। কারণ দিনের শেষে, সব সফলতার শেষে বাচ্চার সঙ্গেই জড়িয়ে থাকেন বাবা-মা। সেখানে খামতি থাকলে তা সব কিছু এলোমেলো করে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

কোথা থেকে এই ছবি বানানোর ভাবনা এল পরিচালক রাজ চক্রবর্তীর মাথায়? নিজের ভাগ্নিকে দেখেই এই ছবির ভাবনা আসে রাজের মাথায়। তিনি জানান, 'মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়তাম। আর রাতে ভাগ্নি সেই ফোনে নেট অন করে পাবজি খেলত। সারাদিন গেমে ডুবে থাকত। খাওয়া দাওয়া নেই। ওকে দেখেই প্রথম ভাবনা আসে।" তবে রাজ জানিয়েছেন, "এই ছবি অনেক গল্প বলবে। আজকের সমাজের বাবা মায়েদের কাছেও এই ছবি বর্তমান সময়ের কথাই বলবে।" পরিচালক মনে করছেন, "এই ছবি সমাজের কঠিন সত্যিটাকেই তুলে ধরবে।" আজ শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে এই ছবির ট্রেলার পোস্ট করেন। এবং ছবি মুক্তির দিন ফের একবার সকলকে জানান। ৩ তারিখে সিনেমা হলে আসছে 'হাবজি-গাবজি।" তিনি লেখেন, "আপনি ঘুমোলেও আপনার সন্তান বুদ হয়ে আছে মোবাইল-এ? রাত জেগে বন্ধুদের সাথে গ্রুপ-এ খেলছে PUBG? 3rd June মুক্তি পাচ্ছে 'হাবজি গাবজি'। ছবিটা হলে এসে দেখুন আপনার বাচ্চাকে নিয়ে। কথা দিচ্ছি, কিছুদিনের জন্যে হলে ভয় পাবে মোবাইল-কে।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Habji Gabji: "মোবাইলকে ভয় পাবে বাচ্চারা! খেলবে না পাবজি!" কথা দিলেন শুভশ্রী! ৩-রা জুন সিনেমা-হলে 'হাবজি-গাবজি'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল