TRENDING:

শাহরুখের ছবি 'জওয়ান'-এ ২১ কোটি টাকা পারিশ্রমিক বিজয় সেতুপতির

Last Updated:

Vijay Sethupathi : খলনায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের অভিনেতা বিজয় সেতুপতিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান' এখন আলোচনার তুঙ্গে। ছবির প্রথম লুক সামনে আসতেই ভক্তরা চমকে গিয়েছেন। সারা মুখে ব্যান্ডেজ। দেখা যাচ্ছে শুধু একটা চোখ। হাতেও গভীর ক্ষত। রক্তে ভেসেছে শরীর। এই অবস্থাতেই রাস্তায় বসে আছেন শাহরুখ খান। পরিচালক অ্যাটলি ছবির প্রকাশের দিন জানান ২ জুন, ২০২৩। অপর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নয়নতারা।
advertisement

খলনায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের অভিনেতা বিজয় সেতুপতিকে। সিনেমায় অভিনয়ের জন্য তিনি কত টাকা পারিশ্রমিক চেয়েছেন, জানেন? মোট ২১ কোটি টাকা। এটাই সম্ভবত তাঁর অভিনয়ের কেরিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিকের হিসেব। তাঁর আগের পারিশ্রমিক ছিল ১৫ কোটি। তবে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত 'বিক্রম'-এর দুর্দান্ত সাফল্যের পরে সব জায়গা থেকে প্রাপ্ত প্রশংসা অভিনেতাকে তাঁর পারিশ্রমিক বাড়াতে উৎসাহিত করেছিল। 'জওয়ান'-এ তাঁর চরিত্রটি এতটাই প্রভাবশালী যে বিজয় কিছুতেই না করতে পারেননি। ছবিতে শাহরুখের বিপরীতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।

advertisement

আরও পড়ুন: আমি এবং করণ এক কন্যা সন্তানের অপেক্ষায় রয়েছি : বিপাশা

প্রসঙ্গত, রোমান্টিক শাহরুখ খান অনেক দিন ধরেই অন্য ঘরানার ছবিতে কাজ করছেন। তবে এই রকম ভয়ঙ্কর তাঁকে এর আগে কখনও লাগেনি। এই প্রথম এমন কোনও চরিত্রে অভিনয় করছেন কিং খান। টিজার দেখলে ভয়ে কাঁটা হয়ে যাবেন। এ কেমন শাহরুখ? কি হতে চলেছে এই ছবি? টিজারেই উত্তেজনা চরমে।

advertisement

আরও পড়ুন: একবার দেখা যদি পাই! নদীতে ঝাঁপ দিতে গেলেন আয়ুষ্মান খুরানার এক মহিলা ভক্ত

ছবির প্রযোজনায় গৌরী খানের 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'। ছবিটি মুক্তি পাবে ঠিক এক বছর পর। ২ জুন ২০২৩-এ মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের ছবি 'জওয়ান'-এ ২১ কোটি টাকা পারিশ্রমিক বিজয় সেতুপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল