খলনায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের অভিনেতা বিজয় সেতুপতিকে। সিনেমায় অভিনয়ের জন্য তিনি কত টাকা পারিশ্রমিক চেয়েছেন, জানেন? মোট ২১ কোটি টাকা। এটাই সম্ভবত তাঁর অভিনয়ের কেরিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিকের হিসেব। তাঁর আগের পারিশ্রমিক ছিল ১৫ কোটি। তবে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত 'বিক্রম'-এর দুর্দান্ত সাফল্যের পরে সব জায়গা থেকে প্রাপ্ত প্রশংসা অভিনেতাকে তাঁর পারিশ্রমিক বাড়াতে উৎসাহিত করেছিল। 'জওয়ান'-এ তাঁর চরিত্রটি এতটাই প্রভাবশালী যে বিজয় কিছুতেই না করতে পারেননি। ছবিতে শাহরুখের বিপরীতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।
advertisement
আরও পড়ুন: আমি এবং করণ এক কন্যা সন্তানের অপেক্ষায় রয়েছি : বিপাশা
প্রসঙ্গত, রোমান্টিক শাহরুখ খান অনেক দিন ধরেই অন্য ঘরানার ছবিতে কাজ করছেন। তবে এই রকম ভয়ঙ্কর তাঁকে এর আগে কখনও লাগেনি। এই প্রথম এমন কোনও চরিত্রে অভিনয় করছেন কিং খান। টিজার দেখলে ভয়ে কাঁটা হয়ে যাবেন। এ কেমন শাহরুখ? কি হতে চলেছে এই ছবি? টিজারেই উত্তেজনা চরমে।
আরও পড়ুন: একবার দেখা যদি পাই! নদীতে ঝাঁপ দিতে গেলেন আয়ুষ্মান খুরানার এক মহিলা ভক্ত
ছবির প্রযোজনায় গৌরী খানের 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'। ছবিটি মুক্তি পাবে ঠিক এক বছর পর। ২ জুন ২০২৩-এ মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।