সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের প্রধান চরিত্র গৌরী একটি ছবিতে ফুল মালা পরিয়ে ধূপ দেখাচ্ছে। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সেই ছবিটি দেখা মাত্রই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ছবিটি হল লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার। মোনালিসার ছবিতেই ফুলের মালা পরিয়ে ধূপ দেখাচ্ছে গৌরী। এমনও হয়! কীভাবে এত বড় ভুল হতে পারে একটা ধারাবাহিকে? প্রশ্ন ছুড়ে দিচ্ছে নেটিজেন।
advertisement
ধারাবাহিকের নির্মাতা কীভাবে এই কাণ্ড ঘটালেন, সেই প্রশ্নই উঠছে। কিন্তু এখানেও রয়েছে একটি টুইস্ট, যা চিত্রনাট্যের খাতিরে ইচ্ছে করেই রাখা হয়েছে। ধারাবাহিকে গৌরী এক গাঁয়ের মেয়ে। সে মোনালিসা সম্পর্কে অবগত নয়। দেওয়ালে টাঙানো ছবি দেখেই মোনালিসাকেও পূজনীয় ভেবে সে পুজো শুরু করে। তবে সেসব বাদ দিয়ে শুধু ওই ভিডিও ক্লিপটিই ভাইরাল হয়েছে সোশ্যালে যা দেখে হাসির রোল উঠেছে। নিন্দুকরা ট্রোল করতেও ছাড়ছে না।
আরও পড়ুন- অনুরাগীর হাত থেকে ফোন কেড়ে নিলেন উরফি! তার পর যা কাণ্ড করলেন, ভাইরাল সেই ভিডিও
গৌরী এলো ধারাবাহিকটি খুব বেশি দিন শুরু হয়নি। তবে প্রথম থেকেই এটি দর্শকদের পছন্দের। আর তাই টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে গৌরী এলো।