আরও পড়ুন নকশীকাঁথার শবনম ও যশের বাস্তব সম্পর্ক কেমন, জানেন? দেখুন ভিডিও
রাম কাপুর৷ হিন্দি টেলিভিশন দুনিয়ায় তিনি যথেষ্ট জনপ্রিয়৷ যেই সময় পেশিবহুল শরীরের প্রাধন্য স্ক্রিনজুড়ে, সে সময়ই দাপটের সঙ্গে স্থুল চেহারা নিয়ে অভিনয় করে চলেছেন তিনি৷ তার স্ত্রী গৌতমী৷ বিয়ের পর থেকে তিনি অভিনয় ছেড়েছেন৷ এবার সেই স্ত্রীর ছবি পোস্ট করে বেশ মজা করলেন রাম৷
advertisement
স্ত্রী গৌতমী তাদের পোষ্যকে জড়িয়ে ধরেছে৷ আদর করে জড়িয়ে ধরে শুয়ে আছেন তিনি৷ এমনই ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে এমনভাবে যদি আমার আদর করতে! অর্থাৎ যেভাবে পোষ্যকে জড়িয়ে ধরেছেন গৌতমী, তিনি চান যে ঠিক সেভাবেই তাকেও জড়িয়ে ধরুন তিনি৷ এই ছবি দেখেই স্পষ্ট যে তাদের প্রেম কতটা মধুর৷ যে কারণে নির্দ্ধিধায় সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে এমন মজা করেছেন তিনি! পোস্টটি দেখে ভক্তরাও বেশ মজা পেয়েছে৷ তাই ছবিটি ভাইরাল৷