জন্মের পর থেকেই স্টারকিডস-দের মধ্যে জনপ্রিয়তার টপলিস্টে রয়েছেন সেফ-করিনা পুত্র তৈমুর আলি খান। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে! ওই একরত্তি ছেলের ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখে খান-কাপুরদেরও চোখ কপালে ওঠে ৷ আর এটাই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে করিনা ও সেফ-এর! সেই কারণেই মিডিয়া ও পাপারাৎজিদের কাছে খান দম্পতি অনুরোধ করেছেন, সবসময় যেন তাঁরা তৈমুরের ছবি না তোলেন।
advertisement
সম্প্রতি সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতে ছিল হ্যালোউইন পার্টি ৷ সেখানে অন্যান্য স্টারকিডদের সঙ্গে পৌঁছে গিয়েছিল তৈমুরও ৷ কালো রঙের পোশাক পরে ড্রাকুলা সেজেছিল খুদে সেলেব ৷ তাকে দেখার সঙ্গে সঙ্গে একের পর এক ফ্ল্যাশ ঝলসে ওঠে ৷ আর এতেই রেগে যায় তৈমুর ৷ আঙুল উঁচিয়ে আধো আধো স্বরে পাপারাৎজিদের বলে ওঠে ‘নো...নো’ ৷
advertisement
বোঝা যাচ্ছে বাবা-মায়ের বেশ বাধ্য ছেলে তৈমুর!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2018 3:33 PM IST