ওই গলুমলু পুঁচকেকে নিশ্চয়ই আপনারও জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে ৷ গালটা টিপে দিয়ে একটা চুমু খেতে সাধ হয় ৷ সেই ইচ্ছে এবার কিছুটা হলেও পূর্ণ হতে চলেছে ৷ কারণ তৈরি হল তৈমুরের আদলে পুতুল ৷ কেরলে তৈরি হয়েছে এই পুতুল ৷ সম্প্রতি পরিচালক আশ্বিনী ইয়ার্দি একটি ছবি ট্যুইট করেন ৷ সেখানে দেখা যায়, কেরলের একটি টয় স্টোরে তৈমুরের পুতুল বিক্রি হচ্ছে ৷ যদিও ছবিটি পোস্ট করে এই ধরনের কার্যকলাপের নিন্দা করেন ইয়ার্দি ৷ তিনি লেখেন, ‘‘এটা পাগলামির একটা রূপ ৷ কারও সন্তানের আদলে তৈরি একটা পুতুল মানুষ কিনছে, খেলছে, সাজিয়ে রাখছে ৷ এটা খুবই অস্বস্তিকর ৷ এটা আদৌ কি অ্যালাউ করা উচিত?’’
advertisement
শুধু তাই নয়, তৈমুরের পাশের তাকে দেখা যাচ্ছে আরও একটি পুতুল ৷ সেটিকে দেখতে আবার শাহরুখ-পুত্র আব্রামের মতো দেখতে ৷ এমনকি অনলাইনেও পাওয়া তৈমুর পুতুল ৷ দাম মোটামুটি ১০০০ টাকার আশেপাশে ৷