TRENDING:

ইচ্ছা হলেই এবার তৈমুরকে নিয়ে খেলতে পারবেন আপনিও!

Last Updated:

অনলাইনেও পাওয়া তৈমুর পুতুল ৷ দাম মোটামুটি ১০০০ টাকার আশেপাশে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ছোটে নবাবের আজ জন্মদিন ৷ আর এই দিনে যে তৈমুরকে নিয়ে একটু অতিরিক্ত মাতামাতি হবে তা আর নতুন কী ? এমনিতেই দেশের প্রথম সারির সেলেবদের মধ্যে নিজের জায়গা মোটামুটি পাকা করে ফেলেছে খুদে নবাব ৷ তৈমুর কী খেল, কী পরল, কোথায় ঘুরতে গেল, তার ন্যানির মাইনে কত, তাঁর জামার দাম কত, সব নিয়েই উত্তেজনা থাকে চরমে ৷ পাপারাৎজিরাও ছুটতে থাকে তার পিছনে ৷
advertisement

ওই গলুমলু পুঁচকেকে নিশ্চয়ই আপনারও জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে ৷ গালটা টিপে দিয়ে একটা চুমু খেতে সাধ হয় ৷ সেই ইচ্ছে এবার কিছুটা হলেও পূর্ণ হতে চলেছে ৷ কারণ তৈরি হল তৈমুরের আদলে পুতুল ৷ কেরলে তৈরি হয়েছে এই পুতুল ৷ সম্প্রতি পরিচালক আশ্বিনী ইয়ার্দি একটি ছবি ট্যুইট করেন ৷ সেখানে দেখা যায়, কেরলের একটি টয় স্টোরে তৈমুরের পুতুল বিক্রি হচ্ছে ৷ যদিও ছবিটি পোস্ট করে এই ধরনের কার্যকলাপের নিন্দা করেন ইয়ার্দি ৷ তিনি লেখেন, ‘‘এটা পাগলামির একটা রূপ ৷ কারও সন্তানের আদলে তৈরি একটা পুতুল মানুষ কিনছে, খেলছে, সাজিয়ে রাখছে ৷ এটা খুবই অস্বস্তিকর ৷ এটা আদৌ কি অ্যালাউ করা উচিত?’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুধু তাই নয়, তৈমুরের পাশের তাকে দেখা যাচ্ছে আরও একটি পুতুল ৷ সেটিকে দেখতে আবার শাহরুখ-পুত্র আব্রামের মতো দেখতে ৷ এমনকি অনলাইনেও পাওয়া তৈমুর পুতুল ৷ দাম মোটামুটি ১০০০ টাকার আশেপাশে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইচ্ছা হলেই এবার তৈমুরকে নিয়ে খেলতে পারবেন আপনিও!