TRENDING:

কমবয়সী প্রেমিক, তাই তো এতটা মজায় আছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ! দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বয়সে অনেকটা ছোট প্রেমিক ৷ তাতেই যেন বাড়ছে উদ্দীপনা ৷ প্রাক্তন বিশ্বসুন্দরীর হাবভাবে সেটা স্পষ্ট ! কখনও নাচছেন প্রেমিকের সঙ্গে, কখনও বা করছেন শরীরচর্চা ৷ সবটাই মুগ্ধ হয়ে দেখছেন বয়সে অনেকটাই ছোট প্রেমিক ৷ অানন্দ পাচ্ছেন, হাততালিও দিচ্ছেন ৷ এতেই পো প্রেম একেবারে জমে গিয়েছে ৷ শুধু তাই নয়, এবার একসঙ্গে যা করলেন তাতে চোখ ছানাবড়া হল আমজনতারও ৷
advertisement

সুস্মিতা সেনের কথা বলছি ৷ তিনি প্রেম করছেন ৷ রোহমন শওলের সঙ্গে ৷ সুস্মিতার থেকে বয়সে অনেকটাই ছোট রোহমন ৷ তাতে কী ? প্রেম তো প্রেমই, বয়সের ধার ধারে না ৷ তাদের প্রেম এখন বেশ চর্চিত ৷ এরই মধ্যে সুস্মিতা ও রোহমন করে বসলেন এই কান্ড ! শুধু নিজেরাই নয়, বাকিরাও উপভোগ করবেন সেই বিষয়টা ৷

advertisement

সুস্মিতা চিরকালই শরীরচর্চা নিয়ে দারুণ উৎসাহী ৷ এবার যোগ্য সঙ্গত পেলেন বয়ফ্রেন্ডের ৷ একেবারে তার পায়ের ভারে নিজেকে মেলে ধরলেন সুস্মিতা ৷ মানতে হবে এই কন্যাকে ৷ এই বয়সেও এমন ফিটনেস ! দেখুন ভিডিওটি -----

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
কমবয়সী প্রেমিক, তাই তো এতটা মজায় আছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ! দেখুন ভিডিও