অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা রিয়ার। বার বার পুলিশি জেরায় জেরবার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী কয়েক মাস জেলেও কাটিয়েছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শেষের দিকে শুরু হচ্ছে বিগ বস সিজন ১৫ (Bigg Boss 15), আর এই সিজনেই না কি অন্যতম প্রতিযোগী হতে চলেছেন রিয়া।
advertisement
তারক মেহতা কা উল্টা চশমায় (Taarak Mehta Ka Ooltah Chashmah) দয়াবেনের (Dayaben) চরিত্রে অভিনয় করা দিশা বকানির (Disha Vakhani) সঙ্গে এই শো-এর ব্যাপারে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
খবরে বলা হয়েছে যে, আসন্ন এই মরশুমে কমেডিয়ান ও অভিনেতা কৃষ্ণ অভিষেক (Krushna Abhishek) এবং নাগিন সিজন ৫ (Naagin Season 5)-এর অভিনেত্রী সুরভি চন্দনাও (Surbhi Chandna) থাকতে পারেন।
বিগ বসের পূর্ববর্তী সিজনগুলোর মতো চলতি মরশুমেরও দেখা যাবে জুটির এন্ট্রি। এ ধরনের জুটি হিসেবে দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi) ও তাঁর স্বামী বিবেক দাহিয়ার (Vivek Dahiya) নাম নিয়েও চলছে জল্পনা। এছাড়াও পূর্ববর্তী সিজনের রাহুল বৈদ্য (Rahul Vaidya) ও দিশা পারমারের (Disha Parmar) সঙ্গেও আসন্ন মরশুমে যোগদানের জন্য যোগাযোগ করা হয়েছে। আসন্ন বিগ বসের অংশ হতে পারেন জামাই রাজা সিজন ২ (Jamai Raja Season 2) অভিনেত্রী নিয়া শর্মাও (Nia Sharma)।
চলতি বছরের শুরুর দিকে শেষ হওয়া বিগ বস সিজন ১৪ শোয়ে বিজয়ী হয়েছিলেন টেলিভিশন অভিনেতা রুবিনা দিলায়েক (Rubina Dilaik)। রুবিনা তার স্বামী অভিনব শুক্লার (Abhinav Shukla) সঙ্গে শোতে প্রবেশ করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের মন জয় করে ফেলেছিলেন।