TRENDING:

এত তাড়াতাড়ি মা হচ্ছেন না শুভশ্রী, দিলেন প্রমাণ

Last Updated:

সংসারে মজেও ফিটনেসকে ভোলেননি শুভশ্রী৷ বিয়ের পরই তাই ব্যাক টু স্কোয়ার ওয়ান! এক্কেবারে জিমে গিয়ে জবরদস্ত এক্সরসাইজ করছেন তিনি৷ ওজন নিয়ে স্কোয়াট থেকে পেটের ওজন কমানোর জন্য ট্রেনিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সংসারে মজেও ফিটনেসকে ভোলেননি শুভশ্রী৷ বিয়ের পরই তাই ব্যাক টু স্কোয়ার ওয়ান! এক্কেবারে জিমে গিয়ে জবরদস্ত এক্সরসাইজ করছেন তিনি৷ ওজন নিয়ে স্কোয়াট থেকে পেটের ওজন কমানোর জন্য ট্রেনিং৷
advertisement

বিয়ের পর কিছুটা গা ছাড়া মনোভাব হয়েছিল৷ খাওয়া দাওয়ায়েও মেনে হয়নি৷ তাই এখন তিনি আবার লাগাম টানলেন৷ শুরু করে দিলেন শরীরচর্চা৷ রাজ আগেই শুরু করে দিয়েছেন তাঁর পরিচালনার কাজ৷ ছবির নাম অ্যাডভঞ্চারস অব জোজো৷ নিজের জান-কে তো সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী৷ এবার তাঁর পালা৷

Photo: Instagram

advertisement

তাঁর মন্তব্য-এবার ঘাম ঝরানোর পালা৷ আবার নিজেকে আগের আগের চেহারায় ফেরাতে হবে৷ আর এই শরীরচর্চার মাধ্যমে শুভশ্রী প্রমাণ করলেন তিনি প্রগনেন্ট নন!

বাংলা খবর/ খবর/বিনোদন/
এত তাড়াতাড়ি মা হচ্ছেন না শুভশ্রী, দিলেন প্রমাণ