TRENDING:

বিকিনি পরে স্যুইমিং পুলে নাচলেন ত্রিধা, ভাইরাল ভিডিও

Last Updated:

রাতে বিছানায় যাওয়ার আগে ইষ্ট দেবদেবী বা গুরু বা যিনি যে ঠাকুর বিশ্বাস করেন তার নাম স্মরণ করে এবং তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া উচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিউডের উঠতি নায়িকাদের তালিকায় তাঁর নাম জ্বলজ্বল করছে ৷ তিনি ত্রিধা চৌধুরি ৷ শুরুয়াৎটা হয়েছিল ২০১৩ সালে ৷ প্রথম ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মিশর রহস্য’ ৷ তারপর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে মুখ দেখিয়েছেন ত্রিধা ৷ ‘খাদ’, ‘ক্ষত’-এর মতো একটু অন্য ধারার ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে মূল ধারার বানিজ্যিক ছবি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছেন ত্রিধা চৌধুরি ৷ সম্প্রতি হইচই-এ ‘সেই যে হলুদ পাখি’ নিয়ে এসেছেন ত্রিধা ৷
advertisement

শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের প্যাশন থেকে দূরে যাননি নায়িকা ৷ বছর চব্বিশের ত্রিধা ঘুরতে খুব ভালবাসেন ৷ আজ বালি তো কারল কেরল, আজ ইন্দোনেশিয়া তো কাল আগ্রা ৷ দেশ-বিদেশ চষে ফেলতে তাঁর জুড়ি মেলা ভার ৷ শুধু তাই নয়, নিজের ট্র্যাভেল ডায়রি থেকে গুচ্ছ গুচ্ছ ছবি আর ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

আরও পড়ুন: আজ সন্ধ্যায় নিক-প্রিয়াঙ্কার বাগদান, কেমন ভাবে সেজে উঠছে নায়িকার বাড়ি? দেখুন ভিডিও

আর বেড়াতে গিয়ে স্যুইমিং পুলে না ঝাঁপালে কী জমে ? বাদ গেলেন না নায়িকাও ৷ ওয়ান পিস বিকিনি পরে নেমে পড়লেন হোটেলের স্যুইমিং পুলে৷ মনের আনন্দে জলকেলি করলেন ৷ গানের তালে তালে নাচও বাদ গেল না ৷ আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড হওয়ার ২৪ ঘণ্টাও কাটতে না কাটতেই তা ভাইরাল ৷ ভিউ প্রায় সাড়ে ৬৮ হাজার !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিকিনি পরে স্যুইমিং পুলে নাচলেন ত্রিধা, ভাইরাল ভিডিও