সেই সব সমস্যা কাটিয়ে উঠে এখন বিন্দাস সময় কাটাচ্ছেন তিনি ৷ এই তো গতকাল মার্সিডিজ গাড়ি কিনেছেন সায়ন্তিকা ৷ সে ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি ৷ বেজায় খুশি সায়ন্তিকা ৷
এরপর দিনই অর্থাৎ আজ এক্কেবারে অন্যরকম একটি পোস্ট দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ কেউ নাকি তাঁর উপর নজর রাখছেন ৷ পিছু করছেন কেউ একজন ৷ আর তাকে হাতেনাতে ধরেও ফেললেন তিনি ৷ তুললেন তার ছবিও ৷ আর সেই ছবিই নিজের ইনস্টা পেজে শেয়ার করেছেন নায়িকা ৷
advertisement
ভাবছেন নায়িকার উপর নজর রাখছে কে ? সে আর কেউ নয় ৷ এই কাণ্ডটি ঘটিয়েছে সায়ন্তিকার পোষ্য টিকি ৷ ঠিক কী ঘটেছিল ব্যাপারটা? সায়ন্তিকা তখন ফোনে ব্যস্ত ৷ হঠাৎ তিনি বুঝতে পারেন যে টিকি তাঁর ফোনের দিকে তাকিয়ে ৷ ভাবটা এমন যেন-সায়ন্তিকা কী করছেন তা নখদর্পণে রাখার চেষ্টায় সে ৷ আর সেই মজার মুহূর্তটা কাল বিলম্ব না করেই ক্যামেরা বন্দি হল ৷ এই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়ন্তিকা ৷ যার ক্যাপশনে তিনি লিখেছেন,‘‘কখনও টিকির চেয়ে মিষ্টি উত্ত্যক্তকারী দেখিনি ৷’’