TRENDING:

#Viral: কখনও ঠুমকা, কখনও চোখের ইশারা, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে স্বপ্না চৌধুরির নয়া ‘হট’ ভিডিও

Last Updated:

স্বপ্না-র নাচে মজে ‘পুলিশ’ উর্দিধারী ব্যক্তিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চন্ডীগড়: হরিয়ানা থেকে শুরু , সেখান থেকে বিগবস হয়ে বলিউড সফরটা দারুণ রঙিন স্বপ্না চৌধুরির ৷ হরিয়ানার এই তারকা নৃত্যশিল্পী -র স্টেজ পারফরম্যান্সের জনপ্রিয়তা এতটাই যে বলিউডের তারকারাও তাঁর সেই সাফল্যকে ঈর্ষার চোখে দেখেন ৷ ছোট থেকে বড় সব বয়সের মানুষই তাঁর পারফরম্যান্সের দিওয়ানা৷ ফলে একাধিক সময়ে তাঁর বিভিন্ন নাচের ভিডিও ভাইরাল হয় ৷ এখন তাঁর নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে ৷
advertisement

এই ভিডিওতে দেখা যাচ্ছে শকিং পিঙ্ক রঙের টপ আর সাদা-র ওপর রূপোলি জরির ফুলের ঘাঘরায় চমৎকার নাচে মাতোয়ারা ভোজপুরি কুইন ৷ তাঁকে নাচে সঙ্গ দিচ্ছেন পুলিশের উর্দিতে সাজা এক ব্যক্তি ৷ কখনও লটকা-ঝটকা, কখও ঠুমকা, কখনও আবার চোখের ইশারা ৷ ভিডিওটি নিঃসন্দেহে একেবারে স্বপ্না চৌধুরির সিগনেচার স্টাইল ৷ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই হট ভিডিও আসামাত্রই ভাইরাল ৷

advertisement

দেখে নিন স্বপ্না সাম্প্রতিকতম হট ভিডিওটি

এর আগে স্বপ্না একটি কালো সালোয়ার কামিজে, সাদাসিধে সাজে বাড়তি মাত্রা দিয়েছে পিঠের লটকনটি ৷ এরওপর তাঁর নাচের আদায় মজে মাতোয়ারা দর্শকরা স্টেজে উঠে টাকা- পয়সা বৃষ্টি করছেন ৷ চোখের সামনে নিজেদের পছন্দের এই শিল্পীকে পেয়ে দর্শকরা সকলেই আহ্লাদিত ৷ আর দর্শকদের এই উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছেন স্বপ্না তাঁদের প্রতি নিজের আবেগ দেখিয়ে ৷

advertisement

দেখে নিন স্বপ্না চৌধুরির নাচের ভাইরাল ভিডিও ...

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
#Viral: কখনও ঠুমকা, কখনও চোখের ইশারা, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে স্বপ্না চৌধুরির নয়া ‘হট’ ভিডিও