এই ভিডিওতে দেখা যাচ্ছে শকিং পিঙ্ক রঙের টপ আর সাদা-র ওপর রূপোলি জরির ফুলের ঘাঘরায় চমৎকার নাচে মাতোয়ারা ভোজপুরি কুইন ৷ তাঁকে নাচে সঙ্গ দিচ্ছেন পুলিশের উর্দিতে সাজা এক ব্যক্তি ৷ কখনও লটকা-ঝটকা, কখও ঠুমকা, কখনও আবার চোখের ইশারা ৷ ভিডিওটি নিঃসন্দেহে একেবারে স্বপ্না চৌধুরির সিগনেচার স্টাইল ৷ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই হট ভিডিও আসামাত্রই ভাইরাল ৷
advertisement
দেখে নিন স্বপ্না সাম্প্রতিকতম হট ভিডিওটি
এর আগে স্বপ্না একটি কালো সালোয়ার কামিজে, সাদাসিধে সাজে বাড়তি মাত্রা দিয়েছে পিঠের লটকনটি ৷ এরওপর তাঁর নাচের আদায় মজে মাতোয়ারা দর্শকরা স্টেজে উঠে টাকা- পয়সা বৃষ্টি করছেন ৷ চোখের সামনে নিজেদের পছন্দের এই শিল্পীকে পেয়ে দর্শকরা সকলেই আহ্লাদিত ৷ আর দর্শকদের এই উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছেন স্বপ্না তাঁদের প্রতি নিজের আবেগ দেখিয়ে ৷
দেখে নিন স্বপ্না চৌধুরির নাচের ভাইরাল ভিডিও ...
আরও দেখুন