অনুষ্ঠানের দুটি ছবি পোস্ট করলেন বিশাল৷ তিনি লিখলেন, "কিংবদন্তি রেখাজির চালে আমি খুবই বিস্মিত! তিনি আমার কাছে এসে আমার মাথায় এমন ভাবে হাল্কা করে চাটি মারলেন যেন মনে হল তবলায় বোল তুলছেন৷ তারপর আমিও যেই সুযোগ পেলাম, তাঁর সঙ্গে নাচে অংশ নিলাম৷ বলিউডের সর্বকালে সেরা অভিব্যক্তিপূর্ণ নৃত্য পটিয়সি রেখা৷ তিনি আমায় বিশুজি বলে ডেকেছেনও সারাদিন৷ তাঁর সেই আবেগঘন কন্ঠে এমন নাম শুনে আমি যেন পাগল হয়ে গিয়েছি"৷ খুবই সরল স্বীকারোক্তি বিশালের৷
advertisement
একেবারে নিজের চেনা সাজে রিয়ালিটি শোয়ের মঞ্চে উপস্থিত হন রেখা৷ পরনে কাঞ্জিভরম শাড়ি, গাঢ় লিপস্টিক, মোটা কাজলটানা চোখ এবং ভারি গয়নায় মোহমোয়ী ছিলেন রেখা৷ উল্লখ্য দু’দিন আগে, হোলির দিন, রেখার গলায় রং বরসে গানটি ছিল নেট দুনিয়ায় ট্রেন্ডিং৷ সেই গানও তিনি গেয়েছিলেন টিভির জনপ্রিয় অনুষ্ঠান কপিল শর্মার শোয়ে এসে৷
এর আগে নীতু কাপুর এসেছিলেন এই ইন্ডিয়ান আইডল শোয়ে৷ প্রয়াত স্বামী ঋষি কাপুরকে নিয়ে এক বিশেষ পর্বে তিনি ছিলেন অন্যতম অতিথি৷
