TRENDING:

দীপিকা-রণবীর জঘন্য, খারাপ মানুষ ! খারাপ অভিজ্ঞতা এক ফ্যানের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্লোরডা: ছুটিতে দীপিকা-রণবীর ৷ হাতে হাত ধরে ঘুরছে দুজনে ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে ৷ এক ভক্তের কীর্তিতে আপাতত গোটা দুনিয়া জেনেছে দীপিকা ও তাঁর বিশেষ বন্ধু রণবীরের ফ্লোরিডার হলিডের কথা ৷ ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দুজনে ৷ রাস্তায় হাত ধরেই ছিলেন একে অপরের ৷ একই জায়গায় উপস্থিত ছিলেন তাঁদের এক অন্ধ ভক্ত জেইনাব ৷ সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি ৷ ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও ৷ কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হল তাঁর ৷
advertisement

Photo Courtesy : Instagram

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

যাদের অন্ধভক্ত ছিলেন জেইনাব, তারাই এখন যেন তাঁর চোখের বালি !সরাসরি নিজের ইনস্টাগ্রামে জেইনাব লিখেছেন তাঁর অভিজ্ঞতার কথা ৷ বলেছেন ছবি তোলার অনুমতি তিনি নিয়েছিলেন ৷ কিন্তু তারপরও রণবীর ভীষণ চিৎকার করেন তাঁর ওপর ৷ কটু কথাও বলে ৷ এতেই মন ভেঙেছে এই ভক্তের ৷ তিনি বলছেন, যতই পর্দায় ঝকঝকে দেখাক এই অভিনেতা-অভিনেত্রীদের, বাস্তবে এরা মোটেও ভাল নয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকা-রণবীর জঘন্য, খারাপ মানুষ ! খারাপ অভিজ্ঞতা এক ফ্যানের