শোনা যাচ্ছে নাকি ১০০-র বেশি সাংবাদিক আজ বেঙ্গালুরু উড়ে গিয়েছেন শুধুমাত্র এই রিসেপশন কভার করতে ৷ ইতালির লেক কোমো হৃদের তীরে বসেছিল বিয়ের আসর ৷ তাই সেটা ছিল কিছুটা হলেও নাগালের বাইরে ৷ কিন্তু দেশের মধ্যে লভ বার্ডদের আর এক মুহূর্ত হাতছাড়া করতে চান না ফোটো শিকারীদের দল ৷
আজও সব্যসাচীর এক্সক্লুসিভ ডিজাইনে সেজেছিলেন দীপ-বীর ৷ গোল্ডেন-ব্ল্যাক অ্যাটায়ারে তাক লাগিয়ে দিলেন স্বাভাবিক ভাবেই ৷ ভক্তদের মন জয় করলেন দীপ-বীর ৷ মোহময়ী আবেশে বশ করলেন যেন ৷ এবার আর কোনও ঢাক ডাক গুড় গুড় নয় ৷ নিজেরাই পোস্ট করলেন বেঙ্গালুরুর রিসেপশনের প্রথম ছবি ৷ দীপিকা বেছে নিলেন বেজ-গোল্ডেন শাড়ি ৷ সঙ্গে সবুজ কুন্দনের গয়না আর চওড়া সিঁদুর ৷ রণবীর পরেছেন কালো রঙের বন্ধগলা ৷
advertisement
তবে এত কিছুর মধ্যেও রণবীরকে দায়িত্বশীল স্বামীর অবতারে দেখা গেল আবারও ৷ সকলের সামনেই নতুন বৌয়ের সাজগোজের দিকে নজর দিলেন ৷ ঠিক করে দিলেন শাড়ির আঁচলও ৷ ঘটনা না ঠিক কী ? আসলে ভক্তদের সামনে সে সময় হাসি মুখে পোজ দিচ্ছিলেন নবদম্পতি ৷ মাটিতে লুটিয়ে পড়েছিল দীপিকার শাড়ির আঁচল ৷ কিন্তু নড়াচড়ায় সেই আঁচল খানিকটা সরে যায় ৷ বেশ কয়েকবার সেটি ঠিক করার চেষ্টা করেন নায়িকা ৷ কিন্তু সফল না হওয়ায় হাল ছেড়ে দেন ৷ ঘটনাটি নজরে পড়ে রণবীরের ৷ কাছে এসে নিজেই ঠিক করে দেন শাড়ির আঁচল ৷ শুধু তাই নয়, সুযোগ বুঝে দীপিকাকে ফ্লাইং কিস ছুঁড়তেও ভোলেন না ৷ দীপিকার প্রতি রণবীর যে কতটা কেয়ারিং তার প্রমাণ মিলেছিল আগেও ৷ ইতালি থেকে ফেরার পর রণবীর-দীপিকাকে দেখতে মুম্বই এয়ারপোর্টে প্রবল ভিড় জমে গিয়েছিল ৷ সেই হুড়োহুড়ি থেকে দীপসকে আড়াল করতে তাঁকে দু’হাতে জড়িয়ে ধরেছিলেন রণবীর ৷