পর্নোগ্রাফির মামলায় তাঁর বক্তব্য রেকর্ড করতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সামনে হাজির হন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া৷ এক সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে যে, তিনি রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন নির্যাতনের জন্য দায়ের করা তার এফআইআরও প্রকাশ করেছেন। শার্লিন চোপড়া শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও করেছেন।
আরও পড়ুন Raj Kundra Porn Case: রাজ কুন্দ্রার অফিসে মিলল এক 'রহস্যময় দেওয়াল'! আড়ালে রয়েছে কী?
advertisement
তাঁর অভিযোগে তিনি জানান যে, ২০১৯ সালের গোড়ার দিকে রাজ কুন্দ্রা ব্যবসায়িক কারণে তাকে একটি প্রস্তাব দেন৷ তা আলোচনা করতে দু’জনে দেখা করেন। ২ শে মার্চ, ২০১৯ এক বিজনেজ মিটিং-এর পর দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়৷ শার্লিন চোপড়া দাবি করেছেন যে, সেই সময় রাজ না জানিয়েই তাঁর বাড়িতে এসেছিলেন।
শার্লিন চোপড়া অভিযোগ বাড়িতে এসে অভিনেত্রীকে জোর করে চুমু খান রাজ কুন্দ্রা৷ তিনি অস্বীকার করার পরেও তাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন রাজ কুন্দ্রা৷ যার প্রতিবাদ করেছিলেন তিনি। শার্লিন চোপড়া বলেছিলেন যে তিনি কোনও বিবাহিত ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে চান না৷ তাই তিনি রাজকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন৷
শার্লিন এও জানান যে, বারবার অস্বীকার করার পরেও যখন রাজ থামছিলেন না, তখন তিনি খুব ভয় পেয়েছিলেন। কিছুক্ষণ পরে, তিনি রাজকে ধাক্কা দিয়ে বাথরুমে পালিয়ে যান।
একে পর্ন ছবি (Raj Kundra Porn Case) তৈরি অভিযোগ, তার উপর এভাবে যৌন নির্যাতনের অভিযোগ আনা হল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে৷ ফলে রাজের যে সমস্যা কমার নয়, তা বলাই বাহুল্য৷