আসল খবর হল নিক-প্রিয়াঙ্কা দু'জনেই এখন কাজের সূত্রে আলাদা আলাদা জায়গায় রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস রয়েছেন লন্ডনে এবং নিক জোনাস ওহিও-তে আছেন। বেশ কিছু দিন দেখা হয়নি তাঁদের। তাই বিশেষ কিছু ছবি দিয়ে নিজেদের মনোভাব প্রকাশ করে চলেছেন তঁরা। প্রিয়াঙ্কার Instagram Story-তে শেয়ার করা পোস্টটিতে, প্রিয়াঙ্কা সাদা-কালো স্ট্রিপের একটি আউটফিট পরেছিলেন এবং নিকের একটি হাত জড়িয়ে ধরে ছিলেন। অপর দিকে নিক পরেছিলেন আমেরিকার জাতীয় পতাকার ডিজাইনের একটি শার্ট। এই ছবিটি ৪ জুলাই-কে স্মরণে রাখার জন্য প্রিয়াঙ্কা Instagram-এ পোস্ট করেন। নিকও তাঁর Instagram Story-তে শেয়ার করেন ক্লিভল্যান্ডের বেসবল স্টেডিয়ামটির ছবি। সেখানেই তিনি ৪ জুলাই-এর ছুটি কাটিয়েছেন তিনি।
advertisement
কাজের জন্য তারকা দম্পতি আলাদা থাকলেও গত মাসে প্রিয়াঙ্কা স্বামী এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সেই সময়ে নিকের সঙ্গে চুটিয়ে আনন্দ করেছেন। নিউ ইয়র্কের সমস্ত প্রসিদ্ধ স্থানগুলোতে ঘুরেছেন, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পাশাপাশি শপিংও করেছেন তাঁরা।
প্রসঙ্গত, Amazon-এর একটি স্পাই সিরিজে রিচার্ড ম্যাডেন-এর (Richard Madden) সঙ্গে প্রিয়াঙ্কা কাজ করছেন। অ্যাভেঞ্জার্স-এর (Avengers) প্রযোজক এই ছবির প্রযোজনা করছেন। পরিচালনা করছেন এন্ডগেমের (Endgame) পরিচালক অ্যান্টনি (Anthony) জিও রুসো ( Joe Russo)। এছাড়াও রোম্যান্টিক কমেডি দ্য ম্যাট্রিক্স ৪-এ (The Matrix 4) দেখা যাবে বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা-কে।