জন্মের পর থেকেই তৈমুরকে নিয়ে পাপারাৎজিদের বিশেষ উৎসাহ ছিল৷ করিনা-সইফের ছেলে রাতারাতি হয়ে উঠেছিল সব ম্যাগাজিনের কভার বয়৷ সেই ট্রেন্ড চলেই আসছে৷ দিন দিন বেড়ে উঠছে তৈমুর৷ সেও ভাল বুঝতে পারে যে ফোটোগ্রাফারদের আর্কষণের কেন্দ্রবিন্দু সে৷ বাড়ির বাইরে বেরলেই তাকে দেখে জ্বল জ্বল করে ওঠে হাজার ফ্ল্যাশ বাল্ব৷ তবে এই সব মোটেও পছন্দ নয় ছোট্ট নবাবের৷ তাই বাবার হাত ধরে শান্তি মনে ধর্মশালার রাস্তায় ঘুরতে ব্যস্ত তৈমুর নিজেই ছবি তুলতে মানা করে দিল৷ তার ও তার পরিবারের দিকে ক্যামেরা তাক করে থাকা ব্যক্তিকে সরাসরি বুঝিয়ে দিল যে তার গোপনীয়তা চাই৷ এভাবে ছবি তুলে আদতে তাকে বিরক্ত করা হচ্ছে বলে স্পষ্ট বুঝিয়ে দিল সে৷
advertisement
ধর্মশালার রাস্তায় একসঙ্গে করিনার, সইফ, অর্জুন, মালাইকার সঙ্গে ছিল ছোট্ট তৈমুর৷
এর আগে ধর্মশালা থেকে ছবি পোস্ট করেছেন মালাইকা৷ তাঁর ছবিটি তুলেছেন করিনা, সেটা জানিয়ে দেন মালাইকা৷
