দুজনের জবরদস্ত প্রেমের ভিডিও এই মুহূর্তে আপলোড হচ্ছে আর মুহূর্তেই হয়ে যাচ্ছে ভাইরাল৷ তৃণা ও নীলের বিয়ে ফেব্রুয়ারিতে৷ বেশ কিছু আগেই নিজেদের দীর্ঘদিনের এই প্রেমের কথা খুল্লমখুল্লা জানিয়ে দিয়েছেন নায়ক -নায়িকা৷ আর তারপর থেকে একেবারে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে প্রেম ও খুনসুটির ভিডিও আসছে ভরপুর৷
এই অবস্থায় হঠাৎ করেই নীল -তৃণার ভিডিওকে টেক্কা দিয়ে বাজার কাঁপাচ্ছে পর্দার জুটির ভিডিও৷ অর্থাৎ কৃষ্ণকলির নিখিল ও শ্যামা- র নাচ গানের ভিডিও এখন সুপার ভাইরাল৷
advertisement
তিয়াসা এই ভিডিওতে নিজের অনস্ক্রিন লুকের থেকে বেশ খানিকটা আলাদাভাবে সেজেছেন৷ ঘন নীল চওড়া জরিপার শাড়ি, মাথায় ফুলের সজ্জা একেবারে অপরূপ লাগছে শ্যামাকে৷
নিখিলের সঙ্গে তাঁর সহজাত কেমিস্ট্রি একেবারে মোহিত করে দিয়েছে নেটিজেনদের৷ বলিউডের বিখ্যাত রোমান্টিক একটি গানের তালে দারুণ নাচ নিখিল-শ্যামার৷ দেখুন সেই ভিডিও৷
এদিকে এই ভিডিওতে দুজনের মাখো মাখো প্রেমের কেমিস্ট্রি ভিডিওকে ভাইরাল করে দিতে দেরি করেনি৷ ভিডিওতে লাভ-লাইকের সংখ্যাই এক লক্ষ ছুঁই ছুঁই৷