TRENDING:

খানদেরও টপকে বলিউড নায়কদের থেকে যে কারণেই আলাদা কার্তিক আরিয়ান...জানুন

Last Updated:

এক সাক্ষাৎকারে কার্তিক (Kartik Aaryan) জানিয়েছিলেন যে এই দীর্ঘ সংলাপ এক টেকেই ওকে হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লব রঞ্জনের (Luv Ranjan) পরিচালনায় পেয়ার কা পাঞ্চনামা (Pyaar Ka Punchnama) ছবিটি আচমকাই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তার অন্যতম কারণ ছিল এর কমিক টাইমিং, অন্য ধাঁচের কাহিনি সূত্র এবং সদ্য বলিউডে পা রাখা এক অভিনেতার ৬ মিনিটের একক সংলাপ বা মোনোলগ। সেই নবাগত তারকা এখন মহাতারকায় পরিণত হয়েছেন জেট গতিতে। কার্তিক তিওয়ারি হারিয়ে গিয়ে প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)।
advertisement

তিন ব্যাচেলর বন্ধু, তাঁদের প্রেমিকা এবং সম্পর্কের নানা টানাপোড়েন, এই ছিল গল্পের মূল আধার। আর এই কারণেই ছবি সব চেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল টিন এজারদের মধ্যে। কারণ তাঁরা ছবির সঙ্গে একাত্ম বোধ করেছিল। কার্তিক ছাড়াও ছবিতে ছিলেন নুসরত ভারুচা (Nushrat Bharucha), দিব্যেন্দু শর্মা (Divyendu Sharma), রাও এস বাখিরতা (Raayo S. Bakhirta), সোনালি সায়গল (Sonnalli Seygall), ইশিতা রাজ শর্মা (Ishita Raj Sharma)।

advertisement

ছবি মুক্তির প্রথম সপ্তাহে কিন্তু বোঝা যায়নি যে এটি বছরের অন্যতম সফল ছবি হতে চলেছে। কিন্তু মজার মোড়কে আধুনিক জীবনের ঠুনকো সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি ধীরে ধীরে বক্স অফিসে জমিয়ে বসে। ছবির অন্যতম সফল অংশ ছিল কার্তিকের মোনোলগ। ২০২১-এ দশ বছরে পা দিল এই ছবি। এক সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছিলেন যে এই দীর্ঘ সংলাপ এক টেকেই ওকে হয়েছিল।

advertisement

https://www.youtube.com/watch?v=qy0m-4meolQ

প্রায় ছয় মাস ধরে এই ছবির অডিশন হয়েছিল। প্রতি দু’সপ্তাহ অন্তর অন্তর কার্তিককেও সেই জন্য হাজিরা দিতে হত। তাঁকে বলা হয়েছিল এই একক সংলাপ ঠিকঠাক বলতে পারলেই কেল্লা ফতে! তাহলেই নির্বাচন করা হবে তাঁকে।

অভিনেতার কেরিয়ারে কিক স্টার্টার হিসাবে পেয়ার কা পাঞ্চনামা একটি মাইলফলক হয়ে থাকবে। ছবির সাফল্যে এর দ্বিতীয় ভাগও তৈরি হয়েছিল এবং সেটিও সফল হয়েছিল। কার্তিকের মনে আছে যে তিনি অডিশনের সময়ে একবারেই এই মোনোলগ বলতে পেরেছিলেন। সেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে উঠেছিল। প্রকৃতপক্ষে কেউ ভাবতেই পারেনি যে ওই কঠিন ও দীর্ঘ সংলাপ একবারে কেউ বলতে পারবে। বোঝাই যাচ্ছে কার্তিক এর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। শুধু মোনোলগ নয়, এই দৃশ্যটিও বেশ দীর্ঘ ছিল। সাড়ে পাঁচ পাতার দীর্ঘ দৃশ্যও একবারেই ওকে করেছিলেন কার্তিক!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
খানদেরও টপকে বলিউড নায়কদের থেকে যে কারণেই আলাদা কার্তিক আরিয়ান...জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল