TRENDING:

ফের মা হচ্ছেন করিনা কাপুর!

Last Updated:

মা হতে চলেছেন করিনা কাপুর৷ আবার৷ ১৭মাসের তৈমুরের পর আবারও তিনি তৈরি হচ্ছেন মায়ের রোলের জন্য৷ এমনিতেই তৈমুর হল পারফেক্ট বলিউড কিড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মা হতে চলেছেন করিনা কাপুর৷ আবার৷ ১৭মাসের তৈমুরের পর আবারও তিনি তৈরি হচ্ছেন মায়ের রোলের জন্য৷ এমনিতেই তৈমুর হল পারফেক্ট বলিউড কিড৷ প্রতিদিনই তার ছবি মনোরঞ্জন করে করিনা-সৈফ ফ্যানদের৷ এখন তো তৈমুর ফ্যান ক্লাবও তৈরি হয়েছে নিশ্চয়ই৷ আর এরই মধ্যে করিনা ভেবে ফেলেছেন দ্বিতীয় সন্তানের কথা৷ তবে এবার সৈফ নয়, করণের সঙ্গে চলছে প্ল্যানিং!
advertisement

আরও পড়ুন প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া?

মানে? অবাক হওয়ার মতই কাণ্ড৷ মুক্তির অপেক্ষায় করিনার পরবর্তী ছবি ভীর দি ওয়েডিং৷ রিয়া কাপুর প্রযোজিত এই ছবির শ্যুটের সময় করিনা ছিলেন প্রগনেন্ট৷ সেইভাবেই ঠিক হয়েছিল তাঁর শ্যুটিং শিডউল৷ তাঁর শরীরিক কোন সমস্যা যেন না হয়, সেই খেয়াল সবসময় রেখেছিলেন পরিচালক, প্রযোজক৷ এই ছবি ছাড়া তৈমুর হওয়ার পর বেশ কিছুদিন কোন ছবির কাজ করেননি করিনা৷ এবার তিনি ধীরে ধীরে ফিরছেন ইন্ডাস্ট্রিতে৷

advertisement

আরও পড়ুন 'রাজি' দিয়ে হ্যাট্রিক করলেন আলিয়া ভাট!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনেকদিনই বন্ধু করণের সঙ্গে কথা চলছিল তাঁর৷ কি এন্ড কা ছবির পর থেকেই চলছিল কথা৷ তবে মা হওয়ার কারণে করিনার পক্ষে কোন ছবি করা সম্ভব হয়নি৷ এবার করণের ছবিতে কাজ করার কথা পাকা হয়েছে করিনার৷ রাজ মেহতার পরিচালনায় ছবিতে এক মায়ের ভূমিকায় করিনা৷ ২দম্পতির গল্প থাকবে ছবিতে৷ করিনার বিপরীতে থাকবেন কোন বলিউডের এ স্টার কোন হিরো৷ তবে অন্য দম্পতির ভূমিকায় কারা থাকবেন, সেটা স্পষ্ট নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের মা হচ্ছেন করিনা কাপুর!