আরও পড়ুন প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া?
মানে? অবাক হওয়ার মতই কাণ্ড৷ মুক্তির অপেক্ষায় করিনার পরবর্তী ছবি ভীর দি ওয়েডিং৷ রিয়া কাপুর প্রযোজিত এই ছবির শ্যুটের সময় করিনা ছিলেন প্রগনেন্ট৷ সেইভাবেই ঠিক হয়েছিল তাঁর শ্যুটিং শিডউল৷ তাঁর শরীরিক কোন সমস্যা যেন না হয়, সেই খেয়াল সবসময় রেখেছিলেন পরিচালক, প্রযোজক৷ এই ছবি ছাড়া তৈমুর হওয়ার পর বেশ কিছুদিন কোন ছবির কাজ করেননি করিনা৷ এবার তিনি ধীরে ধীরে ফিরছেন ইন্ডাস্ট্রিতে৷
advertisement
আরও পড়ুন 'রাজি' দিয়ে হ্যাট্রিক করলেন আলিয়া ভাট!
অনেকদিনই বন্ধু করণের সঙ্গে কথা চলছিল তাঁর৷ কি এন্ড কা ছবির পর থেকেই চলছিল কথা৷ তবে মা হওয়ার কারণে করিনার পক্ষে কোন ছবি করা সম্ভব হয়নি৷ এবার করণের ছবিতে কাজ করার কথা পাকা হয়েছে করিনার৷ রাজ মেহতার পরিচালনায় ছবিতে এক মায়ের ভূমিকায় করিনা৷ ২দম্পতির গল্প থাকবে ছবিতে৷ করিনার বিপরীতে থাকবেন কোন বলিউডের এ স্টার কোন হিরো৷ তবে অন্য দম্পতির ভূমিকায় কারা থাকবেন, সেটা স্পষ্ট নয়৷