TRENDING:

আমি ১০০ বার ফোন করেছি, সুনীলকে টুইটারে এক হাত নিলেন কপিল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কপিল শর্মা এবং সুনীল গ্রোভারের মধ্যে ঝামেলা যেন থামার নামই নিচ্ছে না৷ এ বার টুইট, পাল্টা টুইটের যুদ্ধে নেমে পড়লেন এই দুই তারকা ৷
advertisement

সুনীল গ্রোভারের শো ছেড়ে চলে যাওয়া, শুটিংয়ের সময় সেটে কপিলের উপস্থিত না থাকা ও বারবার অসুস্থ হয়ে পড়ার কারণে গত আগাস্টে বন্ধ হয়ে গিয়েছিল ‘দ্য কপিল শর্মা শো ৷ আরও একবার নতুন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’ নিয়ে ফিরছেন কপিল। এরই মধ্যে এই অনুষ্ঠানটির প্রচার শুরু হয়ে গেছে ৷ সামনে এসেছে বেশ কয়েকটি প্রমোও ৷

advertisement

আর তারপর থেকেই জল্পনা-এই শোতে কি সুনীল গ্রোভার থাকছেন ? এমনকী অনেকে এ নিয়ে সুনীলকেও জিজ্ঞাসা করে ফেলেছিলেন ৷ তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সুনীল গ্রোভার নিজেই জানিয়েছেন এই শো’তে থাকছেন না তিনি ৷

সুনীল গ্রোভারের টুইট

advertisement

গত ১৬ মার্চ টুইটারে এ নিয়ে সুনীল লিখেছিলেন, ‘সবাই (ভক্ত, দর্শক) আমাকে একই প্রশ্ন করে যে, নতুন শোটির জন্য আমার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়েছে কিনা । আমি এখনও আগের নম্বরটি ব্যবহার করছি। কিন্তু আমাকে ফোন করা হয়নি । অপেক্ষা করে করে নতুন একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি। আপনাদের শুভেচ্ছায় খুব ভালো একটি কাজ পেয়েছি। শিগগিরই আপনাদের সামনে হাজির হব ।’

advertisement

সুনীলের এই টুইটের জবাবে কপিলও পাল্টা টুইট করেছেন ৷ তিনি লিছেছেন, ‘‘পাজি (ভাই) আমি আপনাকে ১০০ বার ফোন করেছি । দু’বার আপনার বাড়িতে গিয়েছি আপনার সঙ্গে দেখা করার জন্য । কিন্তু শো এবং অন্যান্য কাজের জন্য আপনি বাইরে ছিলেন। দয়া এই ধরনের মিথ্যা গুজব ছড়াবেন না যে, আমি আপনাকে কোনও ফোন করিনি।’

advertisement

কপিল শর্মার টুইট

জনপ্রিয় এই দুই কমেডিয়ানের টুইটের পর এক ভক্ত কপিলকে প্রশ্ন করেছেন, ‘পাজি বিষয়টি পরিস্কার করুন আপনি (কপিল) কী তাকে (সুনীল) নতুর শো’র জন্য ফোন করেছিলেন নাকি আপনাদের যখন ঝগড়া হয়েছিলো তখন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর জবাবে কপিল লিখেছেন, ‘‘হ্যা…তিনি মিথ্যা বলছেন। আমি তাকে ১০০ বার ফোন করেছি। এমনকি নতুন শো নিয়ে আলোচনা করার জন্য তার বাড়িতে লোক পাঠিয়েছি। এমনকি আমি তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। কিন্তু তিনি বাইরে ছিলেন ৷ ’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমি ১০০ বার ফোন করেছি, সুনীলকে টুইটারে এক হাত নিলেন কপিল