কোনও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই কঙ্গনার৷ মূলত তার বোন রঙ্গোলিই সোশ্যাল মিডিয়া চালান কঙ্গনার প্রচার৷ এবং এই করতে গিয়ে তিনি অনেক তারকাকে নিয়ে অনেক রকমের কথা লিখেছেন৷ যাতে চটেছেন তারা৷ ট্যুইটারেই চলেছে বাগযুদ্ধ৷ তবে এবার একটু বাড়াবাড়িই করে ফেললেন তিনি৷ লকডাউনে মোরাদাবাদের পাথর ছোড়ার ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করতে থাকেন৷ যা এই সময় দাঁড়িয়ে খুবই স্পর্শকাতর হয়ে দাঁড়ায়৷ পরিচালক রিমা কাগদি সেই পোস্ট নিয়ে অভিযোগ জানান মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কাছে৷
advertisement
গয়নার ডিজাইনার ফারহা খানও একইভাবে অভিযোগ জানান৷ তবে তার অভিযোগ আরও গুরুতর৷ কারণ তিনি জানান, যে রঙ্গোলি নাকি এক বিশেষ ধর্মের মানুষের বিরুদ্ধে কুৎসা রাটাচ্ছিল এবং তাদের নাৎজিদের সঙ্গে তুলনা করেন৷ সেই নিয়ে সরাসরি ট্যুইটার কর্তৃপক্ষের কাছেই নালিশ করেন ফারহা৷ এই অসময়ে এমন বিতর্কিত মন্তব্যের জন্য শেষপর্যন্ত রঙ্গোলির ট্যুইটার অ্যাকাউন্টটিই বন্ধ করে দেওয়া হয়৷
তবে রঙ্গোলির এতে কিছু যায় আসে না৷ কারণ তিনি জানালেন যে ট্যুইটার একটি মার্কিন সংস্থা যারা ভারত বিরোধী প্রচার করে থাকে৷ তাই এমন কোনও প্ল্যাটফর্মে থেকে তিনিও নিজের কথা বলতে চান না!