ওয়েব সিরিজের নাম ডার্ক ওয়েব ৷ এই বিষয়ে কী ধারণা হল শ্যুটিং করতে গিয়ে ?
সম্পূর্ণা : এই দুনিয়াটা অনেক বড় ৷ বিশাল ভাবে বিস্তৃত ৷ ব্লু হোয়েল বা মোমোর কথা তো আমরা এখন জেনেই গিয়েছি ৷ কিন্তু আরও কত কী হয় এই দুনিয়া ৷ অন্ধকার জগতে পা রাখার এক অদ্ভুত হাতছানি থাকে ৷ একবার যাতে প্রবেশ করলে ফিরে আসা মুশকিল ৷
advertisement
এটা তো ডার্ক ওয়েবের কথা বলছেন, কিন্তু এমনিতে তো সোশ্যাল মিডিয়া নিয়েও তো আমরা বিশেষ ব্যস্ত হয়ে পড়েছি ৷ আপনি কতটা ব্যস্ত থাকেন এই দুনিয়া নিয়ে ?
সম্পূর্ণা : ব্যস্ত নয়, আমি কাজের স্বার্থে ব্যবহার করি ৷ জানেন আমার মানুষের সঙ্গ কথা বলতে, সামনা সামনি গল্প করতেই ভাল লাগে ৷ কাছের মানুষকে স্পর্শ করা, তার সঙ্গে বসে আড্ডা দেওয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ার তুলনাই হয় না ৷ বিশেষ করে ছোটদের তো কখনই নেট দুনিয়ার সঙ্গে পরিচয় করানো উচিৎ নয় ৷ ওদের সঙ্গে গল্প করা, বই পড়ে শোনানোর অভ্যাস তৈরি করা উচিৎ ৷ আমার ছোটবেলা এমনই কেটেছে ৷ চাইবো আমার ছেলেমেয়ে হলে তারও একইভাবে বড় হোক ৷
ওয়েব সিরিজই কী ভবিষ্যতে গল্প বলার প্রধান মাধ্যম হতে চলেছে ?
সম্পূর্ণা : হ্যাঁ, নিশ্চয়ই ৷ আমি তো আগে অনেকের কাছে শুনতাম অনেক সিরিজের কথা ৷ যদিও বেশিরভাগটাই ইংরেজি সিরিজ ৷ আমিও শুরু করেছি দেখতে ৷ এবং সত্যিই একটার থেকে একটা যেন আরও সুন্দর ৷ আমি তো ফ্যান হয়ে গিয়েছি ৷
বেশ কিছুদিন মুম্বইতে আছেন ৷ কিছু কাজ ফাইনাল হলো বলিউডে ?
সম্পূর্ণা : আমি চেষ্টা করছি ৷ অডিশন দিচ্ছি ৷ মজার কী বলুন তো মুম্বই শহরে তো অনেক জায়গার কাজ হয় ৷ অনেকের সঙ্গে আলাপ হয়েছে ৷ দক্ষিণের বিজ্ঞাপনে কাজ করেছি ৷ ওয়েব সিরিজেরও কথা হচ্ছে ৷
তাহলে কলকাতায় কী দেখা যাবে না ?
সম্পূর্ণা : না না এমন নয় ৷ এই তো এই ওয়েব সিরিজটি করলাম ৷ এরপর আরও কিছু কথা হচ্ছে ৷ তবে জানেন অনেকেই বলছে "তুমি কলকাতায় নেই, তাই তোমার কথা ভেবেও কাস্ট করতে পারছি না ৷" এমন তো হওয়া উচিৎ নয় ৷ মুম্বই তো অনেক দূরে নয় ৷ কয়েক ঘণ্টার মধ্যেই তো চলে আসতে পারি ৷ হয়ত এই ইন্টারভিউ যারা পড়বেন তারা বুঝবেন আমি কী বলতে চাইছি ৷
আচ্ছা এই সময়টা নিজেকে মোটিভেট কীভাবে করেন ? বম্বেতে স্ট্রাগল করছেন.. তাই জিজ্ঞেস করলাম ৷
সম্পূর্ণা : আমি আসলে কোন সময় খালি থাকি না ৷ মানে আমার কাছের মানুষগুলো সবসময় আমার পাশে থাকেন ৷ আমার খেয়াল রাখেন ৷ তাই মন খারাপ হওয়ার সুযোগই হয় না ৷ ঈশ্বরের অসীম কৃপা আমার আত্মীয়, বন্ধুরা আমাকে সর্বদা উৎসাহ দেন ৷ সবার সঙ্গে যে রক্তের সম্পর্ক তা নয় কিন্তু ৷
বললেন নিজের ছেলেমেয়ে হলে কী করবেন ৷ তা বিয়েটা করবেন কবে ?
সম্পূর্ণা : আপাতত তো সিঙ্গল ৷ (এবার দারুণ হাসি অভিনেত্রীর)
বলেন কী ?
সম্পূর্ণা : সত্যি, আমার রিলেশনশিপ স্টেটস সিঙ্গল ৷ এটাই হেডলাইন করবেন প্লিজ, যাতে এটাই বিজ্ঞাপনের কাজ করে ! (আবার উঠল হাসির রোল)