TRENDING:

দীপিকা রণবীর নাকী এখন বেঙ্গালুরুতে বিয়ের কেনাকাটায় ব্যস্ত!

Last Updated:

শোনা যাচ্ছে, নায়িকা নাকী এখন বেঙ্গালুরুতে, তাঁর হবু বর রণবীর সিং-এর সঙ্গে বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত। সঙ্গে রয়েছেন মা ও বোন আনিষাও। বিশ্বস্ত সূত্রের খবর, এখন নাকী প্রধাণত গয়নাই কিনছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: বিশাল ভরদ্বাজের পরিচালনায়, ইরফান খানের সঙ্গে দীপিকার আগামী ছবির শুটিং শুরু হতে এখনও দেরী আছে। তাই, আপাতত, বেশ খানিকটা ফাঁকা সময় রয়েছে সুন্দরীর হাতে! এই সময়টার পুরোপুরি সদব্যবহার করছেন 'পিকু'স্টার। শোনা যাচ্ছে, নায়িকা নাকী এখন বেঙ্গালুরুতে, তাঁর হবু বর রণবীর সিং-এর সঙ্গে বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত। সঙ্গে রয়েছেন মা ও বোন আনিষাও। বিশ্বস্ত সূত্রের খবর, এখন নাকী প্রধাণত গয়নাই কিনছেন তাঁরা।
advertisement

আরও পড়ুন-

শহিদকে বিয়ে না করলে কাকে ডেট করতেন মীরা?

বহুদিন ধরেই দীপিকা আর রণবীরের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কিছুদিন আগে এমন খবরও ছড়ায়, বেঙ্গালুরু থেকে নাকী দীপিকার মা-বাবা মুম্বই এসেছিলেন, রণবীর-এর মা-বাবার সঙ্গে বিয়ের পাকা কথা বলতে। ঠিক করে ফেলেছেন বিয়ের তারিখও। কথা ছিল, এ'বছর জানুয়ারিতে দীপিকার জন্মদিনেই নাকী এনগেজমেন্ট সেরে ফেলবেন কপোত কপোতী।

advertisement

আরও পড়ুন- 

বহুদিনের বান্ধবী সানিয়া সাগর-এর সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন প্রতীক বব্বর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিছুদিন আগেই, দীপিকা-রণবীরে এক ফ্যান বোমা ফাটালেন। ফোটোশপে ছবি এডিট করে তৈরি করলেন দীপিকা-রণবীরের বিয়ের লুক ৷ আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকা রণবীর নাকী এখন বেঙ্গালুরুতে বিয়ের কেনাকাটায় ব্যস্ত!